|
|
(GMT+08:00)
2007-04-19 19:25:57
|
চীন আগের মত ভবিষ্যতেও মেধা স্বত্ব সংরক্ষণের কাজকে এগিয়ে নিয়ে যাবে
cri
১৯ এপ্রিলযুক্তরাষ্ট্রের জি এম কোম্পানির চেয়াম্যান রিছারড ওয়াগননের এবং মাইক্রো সফথ কোম্পানির চেয়ারম্যান বিল গেটসের সঙ্গে সাক্ষাতের সময় চীনের উপ প্রধান মন্ত্রী উ ই বলেছেন, মেধা স্বত্ব সংরক্ষণ করা চীনের নিজস্ব উন্নয়ন আর নিজের শক্তির উপর নির্ভর করে উদ্ভাবন উন্নত করার অংশ। চীন সরকার আগের মতো ভবিষ্যতেও এই কাজকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেছেন, চীনে এ দু'টো কোম্পানির সফলতায় পুরোপুরি প্রতিপন্ন হয়েছে যে. চীন-মার্কিন সম্পর্ক হচ্ছে পারষ্পরিক উপকারিতামূলক ও উভয়ের জন্য বিজয়ের সম্পর্ক। চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সঙ্গে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার ভবিষ্যত আরও উজ্জ্বল হবে। রিচার্ড ওয়াগননের ও বিল গেটস বলেছেন, মেধা স্বত্ব সংরক্ষণ ক্ষেত্রে চীন সরকার যে উদ্যোগ নিয়েছে এবং অগ্রগতি অর্জন করেছে তা নজিরবিহীন। তারা বলেছেন, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
|
|
|