চীনের পররাষ্ট্রমন্ত্রণালের মুখপাত্র লিউ চিয়েনছাও ১৯ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, সুদান দারফুর সমস্যায় বিভিন্ন পক্ষের উচিত গঠনমূলক ব্যবস্থা নেয়া। শাস্তি দেয়া নিয়ে আলোচনা উচিত নয়। চীন আশা করে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সম্পাদিত মতৈক্য যত তাড়াতাড়িসম্ভব বাস্তবায়িত হবে।
লিউ চিয়েনছাও এদিনের নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, সম্প্রতি সুদান সরকার দারফুর এলাকায় জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনী বন্টন করার দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা গ্রহণ করেছে। এটি হচ্ছে একটি ইতিবাচক অগ্রগতি। দারফুর সমস্যায় এ রকমের ইতিবাচক অগ্রগতি অর্জিত হওয়ার সময় বিভিন্ন পক্ষের সংশ্লিষ্ট মতৈক্য বাস্তবায়ন করার জন্যে গঠনমূলক ব্যবস্থা নেয়া উচিত।
|