চীনের জন সাধারণ নিরাপত্তা বিভাগের গমিনাগমন ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক জু চি ছিং ১৯ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের সময় চীন থেকে আসা যাওয়ার প্রক্রিয়া সম্ভবত আরো সহজ হবে।
জু চি ছিং একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চীনের আসা যাওয়া ব্যবস্থা অনুযায়ী, সীমান্ত পরীক্ষা, শুল্ক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষাকরাতে হয়। অলিম্পিক গেমসের জন্য আসা যাওয়া বিদেশী লোকের সংখ্যা অনেক বাড়বে বলে সংশ্লিষ্ট বিভাগ এই প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছে। যাতে পর্যটকদের আরো সুবিধা হয়।
|