চীনের নবম তম "গ্রামীণ যুবক-যুবতীদের সাংস্কৃতিক দিবস" সম্প্রতি শেষ হয়েছে। দিবসের কর্মসূচীতে চীনের গ্রামাঞ্চলের হাজার হাজার যুবক যুবতী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাঁরা সংস্কৃতি, বিনোদন, প্রযুক্তি সম্পর্কিত মোট ৩০ হাজার অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
১৯ এপ্রিল চীনের কমিউনিস্ট যুব লীগ কেন্দ্র সূত্রে জানা গেছে, এবারের গ্রামীণ যুবক যুবতীদের সাংস্কৃতিক দিবসের প্রসঙ্গ হচ্ছে সম্প্রীতিমূলক নতুন রীতি তুলে ধরা এবং মিলিতভাবে সম্প্রীতিমূলক বাড়িঘর প্রতিষ্ঠা করা। তত্পরতার মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি প্রদর্শনী, ছায়াছবি দেখানো, বই উপহার দেয়া ইত্যাদি। এসব তত্পরতা চীনের গ্রামাঞ্চলের তরুন তরুণীদের সাংস্কৃতিক জীবন বৈচিত্র্যময় করেছে এবং গ্রামাঞ্চলের সংস্কৃতির উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে গেছে।
|