চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু বুধবার বেলগ্রেডে আলাদা আলাদাভাবে সার্বিয়ার প্রেসিডেন্ট বোরিস তাদিচ ও প্রধানমন্ত্রী ভোজিস্লাভ কোসতুনিকার সংগে সাক্ষাত করেছেন ।
তাদিচের সংগে সাক্ষাত্কালে হুই লিয়াং ইয়ু বলেন , সার্বিয়া যে দৃঢভাবে এক চীন নীতিতে অবিচল রয়েছে , চীন তার প্রশংসা করে । সার্বিয় জনগণ নিজের দেশের বাস্তব অবস্থা অনুসারে উন্নয়নের যে পথ বেছে নিয়েছেন , চীন তার উপর সম্মান প্রদর্শন করে । চীন দু পক্ষের মধ্যে বিভিন্ন স্তরের রাজনৈতিক সংলাপ জোরদার এবং অর্থনীতি , কৃষি , সংস্কৃতি , বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে দুদেশের পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা সম্প্রসারণ করতে প্রস্তুত রয়েছে । কসোভো সমস্যা সম্পর্কে হুই লিয়াং ইয়ু আশা প্রকাশ করে বলেছেন , বিভিন্ন পক্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়ে ধৈর্যশীর সংলাপের মাধ্যমে সুষ্ঠু সমাধানের উপায় খুঁজে বের করতে পারবে ।
তাদিচ বলেছেন , সার্বিয়া চীনের সংগে সার্বিক সহযোগিতা করতে ইচ্ছুক ।
|