নেপাল সরকারের সামরিক শিবির ব্যবস্থাপনা কমিটি বুধবার প্রাক্তন সরকার-বিরোধী গণ মুক্তি ফৌজের১৩ হাজার সৈনিকদলকে ভেংগে দেয়া এবং দেশের বিভিন্ন স্থানে গণ মুক্তি ফৌজের সামরিক শিবিরের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে , যাতে জাতিসংঘের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমে সশস্ত্র ব্যক্তিদের নিয়ন্ত্রণের কাজের পথ সুগম হয় ।
সামরিক শিবির ব্যবস্থাপনা কমিটির একটি সভায় গণ মুক্তি ফৌজের সংখ্যা এখনকার ৩০ হাজার থেকে ১৭ হাজারে কমিয়ে আনা এবং তাদের সামরিক শিবিরের সংখ্যা ২৮ থেকে ৭টিতে কমানোর সিদ্ধান্ত নেয়া হয় । সভায় গণ মুক্তি ফৌজের প্রত্যেক সৈনিককে ৬ মাসের ভাতা দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয় , নিজেদের বাড়িতে ফেরার পর যাতে তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা যায় ।
|