v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-19 18:21:32    
চীন-আসিয়ান সহযোগিতা ভ্রমণ নামক যৌথ সাক্ষাত্কার কর্মসূচী অচিরেই শুরু  হবে

cri
    চীন -আসিয়ান সহযোগিতা ভ্রমণ নামক বেতার ও টেলিভিশন যৌথ সাক্ষাত্কারের আয়োজক ১৮ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ঘোষনা করেছে , চীন আন্তর্জাতিক বেতার , কুয়াং সি চুয়াং জাতির স্বায়তশাসিত অঞ্চলের বেতার ও টেলিভিশন ব্যুরো , হংকংয়ের ফিনিক্স ক্যাবল টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত চীন -আসিয়ান সহযোগিতা ভ্রমণ নামে বেতার-টেলিভিশন যৌথ সাক্ষাত্কার কর্মসূচী অচিরেই শুরু হচ্ছে । চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রেস কার্যালয় , চীনের জাতীয় বেতার , টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরো , পররাষ্ট্র মন্ত্রণালয় , চীনের বৈদেশিক মৈত্রী সমিতি এবং চীনে আসিয়ানের দশটি দেশের দূতাবাসের কর্মকর্তা ও প্রতিনিধিরা পেইচিং হোটেলে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন ।

    চীন আন্তর্জাতিক বেতারের প্রধান ওয়াং কেন নিয়েন প্রেস ব্রিফিংয়ে বলেছেন , ২০০৬ সালে চীন আন্তর্জাতিক বেতার সাফল্যের সঙ্গে চীন-রাশিয়া মৈত্রী যাত্রা নামক সাক্ষাত্কার কর্মসূচী গ্রহণ করে। এ বছর চীন আন্তর্জাতিক বেতার অন্যান্য গণ মাধ্যমের সঙ্গে মিলে যৌথভাবে সাক্ষাত্কার নেয়ার কর্মসূচী কর্মসূচী নিয়েছে । তিনি বলেছেন , চীন ও আসিয়ানের দেশগুলো হলো পর্বত ও নদীর দ্বারাসংলগ্ন সুপ্রতিবেশী ও সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশদারী দেশ । আসুন , আমরা উন্নয়নের সুযোগ আকড়ে ধরে হাতে হাত মিলিয়ে চীন ও আসিয়ানের সহযোগিতা প্রসারের জন্য বলিষ্ঠ জনমত সমর্থন যোগানো, চীনের সুপ্রতিবেশীমূলক কুটনীতির জন্য অনুকূল আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা , চীন -আসিয়ানের সম্পর্ক উন্নয়ন এবং সম্প্রীতিময় বিশ্ব গড়ে তোলার জন্য অবদান রাখি ।

    কুয়াং সি চুয়াং জাতির স্বায়তশাসিত অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি সেন পেই হাই বলেছেন , কুয়াং স্বায়তশাসিত অঞ্চল হচ্ছে চীন ও আসিয়ানের বাজার সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল । এ ধরনের সাক্ষাত্কার নেয়ার কর্মসূচী কুয়াং সির উন্নয়ন এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে কুয়াং সির সহযোগিতা বাড়াতে সাহায্য করবে । হংকংয়ের ফিনিক্স ক্যাবল টেলিভিশনের পরিচালনা মন্ডলীর প্রধান লিউ ছান লে বলেছেন , চীন -আসিয়ান সহযোগিতা ভ্রমণ নামক যৌথ সাক্ষাত্কার কর্মসূচী ফিনিক্স ক্যাবল টেলিভিশনের জন্য এক নতুন সুযোগ । তিনি বলেছেন , এ কর্মসূচীতে আমরা আসিয়ানের অর্থনৈতিক উন্নয়ন , বিশেষ করে এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক যোগাযোগ ও সহযোগিতার উপর আরো বেশি দৃষ্টি রাখব ।

    এই যৌথ সাক্ষাত্কার কর্মসূচী বিদেশের গণ মাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে । পেইচিংয়ে নিযুক্তভিয়েতনাম বার্তা সংস্থার প্রধান গুয়েন সুয়েন ছিন বলেছেন , চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ভিয়েতনাম একটি পরিকল্পনা প্রণয়ন করেছে । চীন আসিয়ানের দেশগুলোর প্রতিবেশী দেশ এবং একই অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে তোলা একান্ত প্রয়োজন ।

    আসিয়ান দেশগুলোর দুতাবাসের কর্মকর্তারাও এ কর্মসূচী নিয়ে আশাবাদী । মালয়েসিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী নর খুজাইমাহ সুপার বলেছেন , আমরা আশা করি এই সাক্ষাত্কার নেয়ার কর্মসূচী চীন ও মালয়েসিয়ার সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে । এ বছর মালয়েসিয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী । আমাদের জন্য এ বছর একটি বিশেষ বছর । চীনাদের পক্ষেএ কর্মসূচী মালয়েসিয়া সম্পর্কে আরো বেশি জানার একটি ভালো সুযোগ ।

    জানা গেছে , চীন-আসিয়ান সহযোগিতা ভ্রমন নামক সাক্ষাত্কার কর্মসূচীতে মোট ৪০ জনেরও বেশি সাংবাদিক অংশ নিচ্ছেন । ২৪ এপ্রিল সাংবাদিক দল রওনা হবে । সাংবাদিকরা ভিয়েতনাম , কাম্পুচিয়া , লাওস , মায়ানমার , থাইল্যান্ড , মালয়েসিয়া , ইন্দোনেসিয়া , সিঙ্গাপুর , ব্রুনেই ও ফিলিপাইনসহ দশটি আসিয়ান দেশের ৩৫টি শহরে যাবেন , সেসব দেশের গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষাত্কার নেবেন এবং স্থানীয় অধিবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন ।