|
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ১৯ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার সমস্যায় চীনের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। চীন গুরুতর মতভেদসম্পন্ন কোন সংস্কার পরিকল্পনা নিজগৃহে জারি করার বিরোধিতা করে।
লিউ চিয়েনছাও বলেছেন, নিরাপত্তা পরিষদ যে প্রয়োজনীয় ও যুক্তিসঙ্গত সংস্কার চালাবে চীন তার সমর্থন করে। কিন্তু এ পর্যন্ত এ সমস্যায় বিভিন্ন পক্ষের মতভেদ গুরুতর। তাই অব্যাহতভাবে গণতান্ত্রিক আলোচনা করা উচিত। যাতে ঐকমত্যে পৌঁছানো যায় এবং বিভিন্ন দেশের কাছে গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করা যায়।
|