১৯ এপ্রিলচীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুর্রোর প্রকাশিত একটি উপাত্তে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের জি ডি পি ৫.০২৮৭ বিলিয়ান ইউয়ান রেন মিন পি হয়ে দাঁড়িয়েছে। এই পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১১.১ শতাংশ বেশি। বৃদ্ধির গতি গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ০.৭ শতাংশ বেশি।
চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুর্রোর মুখপাত্র লি শিও চাও ব্যাখ্যা করে বলেছেন, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের জাতীয় অর্থনীতির প্রধান প্রধান ক্ষেত্রে প্রবৃদ্ধি বাড়ার প্রবণতা দেখা দিয়েছে। শহরাঞ্চলের অধিবাসীদের আয় বিপুল মাত্রায় বেড়েছে। কৃষকদের আয়ও গত ১০ বছরের মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তিনি বলেন, অর্থনীতির দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতা সহ নানা ধরনের সমস্যাও দেখা দিচ্ছে।
|