 চলতি বছর চীনের আদী সম্রাট হুয়াংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান ১৯ এপ্রিল চীনের হে নান প্রদেশের সিং চেং শহরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশী-বিদেশী মোট ২০ হাজারেরও বেশী লোক অংশ নেন।

আদী সম্রাট হুয়াং হলেন চীনা জাতীর সাংস্কৃতিকসম্পদের পূর্বপুরুষ। সিং চেং হলো আদী সম্রাট হুয়াংয়ের জন্মস্থান। আদীকালে তাঁর নেতৃত্বে চীনা জাতি একটি নতুন সাংস্কৃতিক যুগে প্রবেশ করে।

এবারের অনুষ্ঠানে অন্তর্ভূক্ত রয়েছেঃ পটকাবাজী এবং পুষ্প-মালা অর্পনসহ মোট নয়টি বিষয় । চীনের কুওমিন্টাং পার্টির সাম্মানিক প্রেসিডেন্ট লি জান অনুষ্ঠানে অংশ নেন।
|