চীন সফররত পাকিস্তানের প্রধান মন্ত্রীসওকত আজিজ চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, অর্থনৈতিকক্ষেত্রে চীন আর পাকিস্তানের মধ্যে পরস্পরের অনুপুরক উপাদান বিরাজ করছে। উভয়ের বিজয় ও মিলিত উন্নয়নেরমূল নীতিতে দু'দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারিত হওয়া উচিত। দু'দেশের বাণিজ্যের টেকসই বৃদ্ধি বাস্তবায়নের জন্য মিলিত প্রচেষ্টা চালানো উচিত। তিনি বলেছেন, চীন পাকিস্তানের সঙ্গে একত্রে দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত সংশ্লিষ্ট সহযোগিতার দলিলপত্র কার্যকর করতে ইচ্ছুক। রাজনীতি ও নিরাপত্তাসহবিভিন্ন ঐতিহ্যবাহী ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার পাশাপাশি আর্থ-বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তএবং মানসিক ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
আজিজ বলেছেন, পাকিস্তান দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ভবিষ্যত নিয়ে আশাবাদী। তিনি আরও বলেছেন, পাকিস্তান ভারতের সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে পরষ্পরের অমিংমাসীত সমস্যা সমাধান করতে ইচ্ছুক।
|