চীন সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাওকত আজিজ ১৮ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, সন্ত্রাস দমন সমস্যা সমাধানের জন্যে সার্বিক ব্যবস্থা নেয়া উচিত। শুধুমাত্র সামরিক উপায় যথেষ্ট নয়।
আজিজ বলেছেন, সন্ত্রাস সারা মানবজাতির জন্যে প্রচুর হুমকি সৃষ্টি করেছে। সন্ত্রাসের সঙ্গে ধর্মবিশ্বাসের কোনো সম্পর্ক নেই। এটি যে কোনো দেশে ঘটার সম্ভাবনা আছে।
তিনি বলেছেন, সন্ত্রাস দমন দু'ই ভাবে থেকে করতে হবে। একটি হচ্ছে নিরাপত্তার দিক থেকে, আইন অনুসারে সন্ত্রাসীদেরকে শাস্তি দেয়া। আরো গুরুত্বপূর্ণ পক্ষ হলো সন্ত্রাসের উত্স্য নির্মূল করা।
আজিজ আরো বলেছেন, বিশ্ব পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হওয়ার কারণ হচ্ছে কিছু কিছু দেশের একপক্ষীয় তত্পরতা অবলম্বন করা। অন্যান্য দেশের রাজনীতি ও মূল্যবোধের প্রতি তাদের সম্মানের অভাব রয়েছে। এ কারণে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব দিন দিন গুরুতর হচ্ছে। বহুপক্ষীয় সহযোগিতা হচ্ছে বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র বাস্তব উপায়।
|