v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-18 18:29:36    
চীনের রেলগাড়ীর ষষ্ঠ বারের মতো  গতি বৃদ্ধি শুরু

cri
    ১৮ এপ্রিল থেকে চীনের রেল গাড়ীর গতি আবার বেড়েছে । আপনি চীনের রাজধানী পেইচিং থেকে পূর্ব চীনের সাংহাই শহরে গেলে দশ ঘন্টার মধ্যে পৌছে যাবেন । পেইচিং ও সাংহাইয়ের দূরত্ব এক হাজার চার শ' ৫০ কিলোমিটার , এর আগে কমপক্ষে বারো ঘন্টা লাগত । রেলগাড়ীর গতি বাড়ার পর এই সময় দু ঘন্টা কমলো ।

    চীনের রেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী হু ইয়া তুং বলেছেন , রেল গাড়ীর গতি বাড়ার পর চীনের প্রধান প্রধান রেললাইনে আসা-যাওয়ার রেল গাড়ীর গতি প্রতি ঘন্টায় দু শ' কিলোমিটার ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেছেন , রেল গাড়ীর গতি বাড়ার পর মোট ছ' হাজার তিন কিলোমিটার দীর্ঘ রেলপথে রেল গাড়ীর গতি প্রতি ঘন্টায় দু শ' কিলোমিটার ছাড়িয়েছে। এ মধ্যে ৮৪৬ কিলোমিটার দীর্ঘ রেলপথে রেলগাড়ীর গতি প্রতি ঘন্টা আড়াই শ' কিলোমিটার পৌঁচেছে।এই ধরনের গতি বাড়ানো বিশ্বের রেল পরিবহনে নজিরবিহীন ।

    হু ইয়া তুং বলেছেন , রেলগাড়ীর গতি বাড়ার পর চীনের বেশির ভাগ রেল লাইনে অর্থাত্ ২২ হাজার কিলোমিটার দীর্ঘরেললাইনে চলাচলকারী রেলগাড়ীর গতি প্রতি ঘন্টায় এক শ' বিশ কিলোমিটার ছাড়িয়ে গেছে। গতি বাড়ানোর আগে এর পরিমান ছিল ১৬ হাজার কিলোমিটার । এ সব রেললাইন চীনের বেশির ভাগ প্রদেশ ও শহর অতিক্রম করে । এতে প্রমানিত হয়েছে চীনের রেল পরিবহনের দ্রুত প্রসার হয়েছে ।

    জানা গেছে , এবার প্রধানতঃ পেইচিং , সাংহাই , কুয়াংচৌ , চেনচৌ ও সি আন প্রভৃতি বড় বড় শহরের মধ্যে চলাচলকারী রেলগাড়ীর গতি বাড়ানো হয়েছে । গতি বাড়ানোর পর এ সব শহরে আসা-যাওয়ার সময় ২০ থেকে ৩০ শতাংশ কমেছে ।

    যদিও রেলগাড়ীর গতি বাড়ানোর জন্য চীনের রেল বিভাগ প্রায় ৩০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে , তবুও রেল বিভাগ জানিয়েছে যে , গতি বাড়ানোর পর টিকিটের দাম বাড়বে না । এই সিদ্ধান্ত যাত্রীদের সাধুবাদ পেয়েছে ।

    পেইচিংয়ে কর্মরত মিঃ ছেন ছির জন্মস্থান চিয়াং সি প্রদেশের নান ছান শহরে । এর আগে পেইচিং থেকে নানছান গেলে রেলগাড়ীতে তাকে বারো ঘন্টা থাকতে হত । এবার রেলগাড়ীর গতি বাড়ানোর পর পেইচিং থেকে নানছান যাওয়ার সময় দু ঘন্টা কম হল । তার জন্য এটা সত্যিই এক সুখবর । তিনি বলেছেন , রেলগাড়ীতে থাকার সময় কম হলে যাত্রীদের ক্লান্তি কম হবে । এবার আমার জন্মস্থানে যাওয়ার এক নতুন লাইন খোলা হয়েছে । কাজেই আমাকে আর গাড়ী বদল করতে হবে না , সরাসরি বাড়ী ফিরে যেতে পারবো , এর জন্য আমি সত্যিই আনন্দিত ।

    ১৯৯৭ সাল থেকে এবারসহ চীন মোট ছয়বার রেলগাড়ীর গতি বাড়ানোর ব্যবস্থা নিয়েছে । এ বছরের ১৮ এপ্রিলের আগে চীনের রেল গাড়ীর সর্বোচ্চগতি ছিল প্রতি ঘন্টায় এক শ' ৬০ কিলোমিটার । এবার চীনের প্রধান প্রধান রেল লাইনে গাড়ীর গতি প্রতি ঘন্টা দু শ' কিলোমিটার ছাড়িয়েছে । এসব রেল লাইনে চলাচলকারী নতুন রেলগাড়ী চীনের নিজস্ব গবেষণায় তৈরী করা হয়েছে । নতুন রেলগাড়ীর সাজসরঞ্জাম আধুনিক । এ বছরের শেষ দিকে এই ধরনের ২৫৭ জোড়া নতুন রেলগাড়ী ব্যবহার করা হবে ।

    চীনের রেল বিভাগ রেলপরিবহনের নিয়ন্ত্রন ব্যবস্থা , টেলিযোগাযোগ ব্যবস্থা ও পরিচালনা ব্যবস্থার সংস্কার করছে । গাড়ীর গতি বাড়ানোর পর রেল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেল বিভাগ রেল পরিবহণ তত্ত্বাবধান, সরঞ্জামের সময়োচিত মেরামত , আকস্মিক ঘটনার মোকাবেলা ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছে । চীনের রেল মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার হো হুয়া উ বলেছেন , রেল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেল লাইনের সেতু ও সুরং পথ আরো মজবুত করতে হবে এবং যাত্রীবাহী পরিবহনের সরঞ্জাম নিয়মিত মেরামত ও পুনর্গঠনের কাজ চালাতে হবে ।

    জানা গেছে , চীনের রেল গাড়ীর গতি আবার বাড়ানোর পর যাত্রী পরিবহনের সামর্থ্য ১৮ শতাংশ আর মাল পরিবহন ক্ষমতা ১২ শতাংশ বাড়বে । এটা চীনের রেল পরিবহন বাড়াতে এবং চীনের আর্থ-সামাজিক উন্নয়নের চাহিদা মেটাতে সাহায্য করবে ।