১৭ এপ্রিল তিউনিস শহরে তিউনিয়া সফররত চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিন লিন তিউনিসিয়ার প্রধান মন্ত্রী মোহামেদ ঘানোছির সঙ্গে সাক্ষাত করেছেন। চীন-আফ্রো সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের সাফল্য সক্রিয়ভাবে কার্যকর করার জন্যে দু'পক্ষ পারষ্পরিক উপকারিতামূলক সহযোগিতা চালিয়ে মিলিত উন্নয়ন বাস্তবায়ন করতে রাজি হয়েছে।
চিয়া ছিন লিন আশা করেন, দু'দেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্প্রসারিত হওয়া উচিত, বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যগত উন্নয়ন যৌথভাবে তরান্বিত করা উচিত, পারষ্পরিক পুঁজি বিনিয়োগ বাড়ানো উচিত। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, চীন-আফ্রো সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে। এতে আফ্রিকান দেশসমূহের উন্নয়ন বাস্তবায়নে চীনের সয়হাতা দেয়ার দৃঢ়সংকল্প পুরোপুরি প্রতিপন্ন হয়েছে।
|