চীনের কেন্দ্রীয় ব্যাংক—চীনা গণ ব্যাংকের ভাইস-গর্ভণার সু নিং ১৮ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক কার্যকর ব্যবস্থা নিয়ে ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের অর্থ লেনদেনে জনক ব্যবস্থা নিশ্চিত করবে।
তিনি বলেছেন, চীন যে সব শহরে অলিম্পিক গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেসব শহরে ব্যাংক কার্ড ব্যবস্থা সহজ করবে, যাতে দেশী-বিদেশী ব্যাংক কার্ড ধারীদের চাহিদা পুরণ করা যায়। এর পাশা পাশি নগদ ছাড়া অন্যান্য ধরনের লেনদেন কাজ ত্বরান্বিত করবে এবং দেশী-বিদেশী অতিথিদের জন্য বৈদেশিক মুদ্রা বিনিময়, পর্যটন চেকসহ বিভিন্ন পরিসেবা সরবরাহ করবে।
|