বিশ্বের বিখ্যাত টেলিযোগাযোগ কম্পানি এবং গবেষণাগারের তিন হাজারেরও বেশি প্রতিনিধি জুন মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিতব্য ব্রডব্যান্ড বিশ্ব ফোরামের এশিয় সম্মেলে অংশ নেবেন।
চীনের নেটওয়ার্ক যোগাযোগ কম্পানি এবং আন্তর্জাতিক প্রকৌশল পরিষদ ১৭ এপ্রিল মিলিতভাবে এই খবর ঘোষণা করেছে।
ব্রডব্যান্ড বিশ্ব ফোরামের এশিয় সম্মেলনহলো আন্তর্জাতিক প্রকৌশল পরিষদের উদ্যোগে স্থাপিত আন্তর্জাতিক ফোরাম। এর লক্ষ্য হলো বিশ্বের ব্রডব্যান্ড প্রযুক্তির উন্নয়ন নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন দেশের ব্রডব্যান্ড ক্ষেত্রের অগ্রগতি সবাইকে জানানো।
|