পাইকারীভাবে চীনের রেলপথের ষষ্ঠদফা গতি বৃদ্ধি গত মংগলবার রাত বারোটা থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । এখন থেকে চীনের ট্রেনগুলোর সর্বাধিক গতি ঘন্টায় ২০০ কিলোমিটার ছাড়িয়ে যাবে ।
জানা গেছে , এবার চীনের ট্রেনের গতি বাড়ানোর পর যেসব রেলপথে ট্রেনগুলোর গতি ঘন্টায় ১২০ কিলোমিটারে দাঁড়িয়েছে , সেসব রেলপথের মোট দৈর্ঘ্য আরো বেড়ে ২২ হাজার কিলোমিটারে পৌছেছে এবং এর মধ্যে যেসব রেলপথে ট্রেনগুলোর গতি ঘন্টায় ২০০ কিলোমিটার , সেসব রেলপথের মোট দৈর্ঘ্য ৬ হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে । তাছাড়া ট্রেনগুলোর গতি বাড়ানোর পর চীনের রেলপথের যাত্রীবহন ও মালবহনের ক্ষমতা আরো বাড়বে এবং চীনের রেলপথের পরিবহনের ব্যস্ততাও কার্যকরীভাবে লাঘব হবে ।
উল্লেখ্য যে , ১৯৯৭ সালের পর চীন পর পর ৫বার পাইকারীভাবে রেলপথের গতি বাড়ানোর ব্যবস্থা নিয়েছে ।
|