v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-18 13:20:28    
তাইওয়ানবাসীদের পরিসেবা প্রদানের উদ্যোগ

cri
    গত কয়েক বছর ধরে তাইওয়ান প্রণালীর দুই তীরের সম্পর্ক উন্নয়নের সংগে সংগে দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশ অধিক থেকে অধিকতর সংখ্যকতাইওয়ানবাসীকে আকৃষ্ট করছে । তারা তাইওয়ান থেকে এখানে ভ্রমণ করতে আসেন , পুঁজি বিনিয়োগ করতে আসেন এবং লেখাপড়া করতে আসেন । এভাবে অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইয়ুন নান প্রদেশ ও তাইওয়ানের আদান-প্রদান ক্রমেই প্রাণবন্ত হয়ে ওঠেছে । এ অবস্থার প্রেক্ষাপটে তাইওয়ানবাসীদের পরিসেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত ইয়ুন নান প্রাদেশিক সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের ভূমিকা লক্ষ্যণীয় হয়ে দাঁড়িয়েছে । এ কার্যালয় এখন সবসময় চিন্তাভাবনা করছে যে, কেমন করে তাইওয়ানবাসীদের আরো ভালোভাবে পরিসেবা প্রদান করা যায় ।

    তাইওয়ানের তাইনান শহরের প্রতিনিধিদলের ৭০জন সদস্য ইয়ুন নান প্রদেশে তাদের সফরশেষে আবেগের সংগে তাইওয়ানের লোক সংগীত " আমরা সবাই এক পরিবারের লোক" গাইতে শুরু করেন । তারা এ গান দিয়ে ইয়ুন নান প্রদেশিক সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তাইওয়ানের বিখ্যাত ব্যাক্তি লিন নান শেং এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন । এ প্রতিনিধিদল গত জানুয়ারী মাসে ইয়ুন নান প্রদেশে ৮দিনের সফর করেছে । তাইওয়ানে ফিরে যাওয়ার আগে ইয়ুন নান প্রাদেশিক সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের কর্মীরা প্রতিনিধিদলটির জন্যে বিদায়ী ভোজসভার আয়োজন করেন । ভোজসভায় প্রতিনিধিদলের সহকারী নেতা হোয়াং সিন লিয়াং সদস্যদের পক্ষ থেকে ভাষণ দেন । তিনি বলেছেন ,

    আসুন , আমরা সবাই মিলে আমাদের দুই তীরের সহযোগিতা , সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করি ।

    ভোজসভার আনন্দদায়ক পরিবেশে তাইওয়ান বিষয়ক কার্যালয়ের কর্মীরা এ প্রতিনিধিদলের ৯জন সদস্যের জন্যে অনন্য ধরণের এক সম্মিলিত জন্ম দিবস পালন করেন । তারা তাদের জন্যে কেক কিনেছেন এবং মাতৃভূমির আপনজনদের আন্তরিক শুভ কামনা প্রকাশ করেন ।

    তাইওয়ান ও ইয়ুন নান প্রদেশের স্বদেশবাসীদের ভাবানুভূতি ও মৈত্রী বাড়ানোর লক্ষ্যে ইয়ুন প্রাদেশিক সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয় সবসময় এ ধরণের বিনিময়ের তত্পরতার আয়োজন করে থাকে । এ কার্যালয়ের মহাপরিচালক আই চুয়াং বলেছেন , তার কার্যালয়ের কর্মীদের বৃহত্তম আকাংক্ষা হচ্ছে এই যে , ইয়ুন নান প্রদেশ সফর ও ভ্রমণ করতে তাইওয়ানবাসীরা আনন্দের সংগে আসেন এবং সন্তোষের সংগে চলে যান ।

    সুন্দর ও সমৃদ্ধ ইয়ুন নান প্রদেশ হচ্ছে দক্ষিণ-পশ্চিম চীনের একটি দুর্লভ স্থান । এ প্রদেশের রয়েছে সুউজ্জ্বল সংস্কৃতি , অসংখ্য পুরাকীর্তি ও দর্শনীয় স্থান এবং বেশ কয়েকটি সংখ্যালঘু জাতি । এ প্রদেশ থেকে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাওয়া খুবই সুবিধাজনক । তাছাড়া ইয়ুন নান প্রদেশ নানা ধরণের সম্পদে সমৃদ্ধ । সর্বজনবিদিত জীবজন্তুর রাজ্য , বৃক্ষের রাজ্য ও অলৌহ ধাতুর রাজ্যের পাশাপাশি ইয়ুন নান প্রদেশ গন্ধকের দেশ , প্রাকৃতিক বাগান ও ওষুধের ভান্ডার বলেও সুপরিচিত ।

    এমন একটি জায়গা স্বাভাবিকভাবে তাইওয়ানবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে । এক অসম্পূর্ণ হিসাব থেকে জানা গেছে , তাইওয়ানের প্রায় এক হাজার প্রতিনিধিদল ইয়ুন নান প্রদেশে সফর বা পরিদশন করেছে । পর্যটনের সহযোগিতার ক্ষেত্রে পৃথিবীতে তাইওয়ান থেকে সবচেয়ে বেশি পর্যটক ইয়ুন নান প্রদেশ ভ্রমণ করতে আসেন । এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি তাইওয়ানবাসী ইয়ুন নান প্রদেশে ভ্রমণ , বিনিময় , পর্যবেক্ষণ ও আত্মীয়স্বজনদের সংগে দেখা করতে এসেছেন । ২০০৬ সালে কেবল প্রাদেশিক রাজধানী খুন মিং প্রায় ২ লাখ তাইওয়ানবাসীকে স্বাগত জানিয়েছে ।

    ইয়ুন নান প্রাদেশিক সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মহাপরিচালক আই চুয়াং বলেছেন , তার কার্যালয় ইয়ুন নান প্রদেশের বৈশিষ্ট্য অনুসারে ব্যাপক আকারে অর্থনীতি , সংস্কৃতি , বাণিজ্য ও পর্যটনের বিনিময়ের আয়োজন করেছে এবং এ প্রদেশে কর্মরত তাইওয়ানবাসীদের সাহায্য করার জন্যে সাধ্যমত প্রচেষ্টা চালিয়েছে । তিনি বলেছেন ,

    আমাদের প্রথম কাজ হলো নানা ক্ষেত্রের লোকজনের বিনিময় করা । দ্বিতীয় কাজ হলো সাস্কৃতিক বিনিময় করা । তৃতীয় কাজ হলো চীনের সংখ্যালঘু জাতিগুলোর সংগে আদান-প্রদান করা । আমাদের কার্যালয়ের প্রধান কাজ হচ্ছে তাইওয়ানবাসীদের পরিসেবা প্রদান করা এবং নানা ব্যাপারে সমন্বয় সাধন করা ।

    জানা গেছে , ১৯৮৯ সালে তাইওয়ানের ব্যবসায়ীরা ইয়ুন প্রদেশে পুঁজি বিনিয়োগ শুরু করেন । গোড়ার দিকে স্থানীয় অবস্থা সম্পর্কে কম জানেন বলে এখানে কর্মরত অনেক তাইওয়ানবাসী সর্দি হলেও তাইওয়ান বা হংকংয়ে গিয়ে চিকিত্সা নিতেন । অবশ্য এখন এ অবস্থার অনেক পরিবর্তন হয়েছে । অধিক থেকে অধিকতর সংখ্যক তাইওয়ানবাসী তাদের পরিবারও ইয়ুন নান প্রদেশে স্থানান্তর করেছেন । এটি ইয়ুন নান প্রাদেশিক সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের কাজের সংগে ওতপ্রোতভাবে জড়িত । খুন মিংয়ের তাইওয়ান বাণিজ্য সমিতির চেয়ারম্যান লি চি মিং ইয়ুন নান প্রদেশে দশ বছর ধরে পুঁজি বিনিয়োগ করে আসছেন । তিনি তার অভিজ্ঞার কথা বর্ণনা করে বলেছেন ,

    আমি এখানে দশ বছর ধরে বসবাস করে আসছি । কোনো সমস্যা দেখা দিলে আমরা সবসময় তাইওয়ান বিষয়ক কার্যালয়ের কাছে যাই । তারা সংগে সংগে আমাদের সহায়তা করতে এগিয়ে আসেন । এটি সকলের জানা আছে ।

    লি চি মিং বলেছেন , ইয়ুন নান প্রাদেশিক সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইওয়ানবাসীদের জন্যে মনে প্রাণে যেসব কাজ করেছে , সেসবই তাইওয়ানবাসীদের মনে গভীর ছাপ ফেলেছে । তিনি বলেছেন ,

    আমার মনে হয় , ইয়ুন নান প্রদেশে আসা তাইওয়ানী ব্যবসায়ীরা খুবই ভাগ্যবান । আমাদের কোনো অসুবিধা দেখা দিলে তাইওয়ান বিষয়ক কার্যালয় সবসময় আমাদের সাহায্য করতে এগিয়ে আসে । আমি প্রায়ই বলে থাকি যে , তাইওয়ানবাসী হোক , খুন মিংবাসী হোক , সকলের সম্প্রীতিতে থাকা এবং পরস্পরকে উপলব্ধি করা উচিত । আমি মনে করি যে, এটি খুবই ভালো ব্যাপার । তাইওয়ান প্রণালীর দুই তীরের শান্তির লক্ষ্যে তাইওয়ানের জনসাধারণের বোঝা উচিত যে, মূলভূখন্ড কেমন করে তাইওয়ানকে সমর্থন করছে ।

    জানা গেছে , তাইওয়ানের ব্যবসায়ীরা ইয়ুন নান প্রদেশে কৃষি ও রেস্তোঁরার পাশাপাশি পণ্যের বিনিময় ও পর্যটন শিল্পেও পুঁজি নিবিয়োগ করতে শুরু করেছেন ।