v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-17 21:16:01    
সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞ ইয়ু তান

cri
    পেইচিং নর্মাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ু তান সম্প্রতি খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি টেলিভিশন অনুষ্ঠানে তার বিশেষ পদ্ধতিতে চীনের প্রাচীণকালের বিখ্যাত তন্ত্র "লুন ইয়ু"র ব্যাখ্যা করেছেন। এতে চীনের বিখ্যাত পন্ডিত কুংফুসিয়াসের কথা এবং তার নীতিশাস্ত্র রয়েছে। তার লেখা ৪০ দিনের মধ্যে ১৫ লক্ষ কপি ছাড়িয়ে গেছে। ৭০ বছর বয়স্ক নানী থেকে স্কুলের ছাত্রছাত্রী পর্যন্ত সবাই ইয়ু তানের ক্লাস সম্পর্কে আলাপ করে।

    ইন্টারনেটে অনেকেই ইয়ু তানকে "সুন্দরী অধ্যাপক" বলে বর্ণনা করে থাকে। তার হাশিখুশী মুখ দেখে সবাই উষ্ণতা ও আরাম বোধ করে।

    ইয়ু তান এখন পেইচিং নর্মাল বিশ্ববিদ্যালয়ের মিডিয়াম বিভাগের পরিচালক। চলচ্চিত্র বিষয়ে তিনি ডক্টরেট ডিগ্রী পেয়েছেন। চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভিতে তিনি ৫০টিরও বেশি অনুষ্ঠানের পরিচালনা করেছেন। কিন্তু ২০০৬ সালের অক্টোবর মাসের আগে, ইয়ু তানের নাম জনসাধারণের কাছে পরিচিত ছিল না। পরের "বাই চিয়া চিয়াং থান" অনুষ্ঠানে ইয়ু তান "লুন ইয়ু" বিষয় নিয়ে তার নিজের মতো করে তা ব্যাখ্যা করেছেন। দর্শকরা তার উপস্থাপনা খুবই পছন্দ করে। ২০০৬ সালের ২৬ নভেম্বর ইয়ু তানের লুন ইয়ু সম্পর্কিত লেখা প্রকাশিত হয়েছে। এই বইয়ের প্রকাশনা কম্পানির উপ-মহাপরিচালক কু ছিং বলেছেন:

    "এ পর্যন্ত বইটির ১৫ লক্ষ কপি বিক্রি হয়েছে। এবং এ সংখ্যা এখনো বাড়ছে। বইটি কেন এতো জনপ্রিয় হয়েছে? আমি মনে করি, এর একটি কারণ হলো তা একটি প্রাচীন গুণসম্পন্ন সাহিত্য সম্পর্কিত, আরেকটি কারণ হলো যোগাযোগের সুবিধা। এই ক্ষেত্রে ইয়ু তানের বেশ অভিজ্ঞতা রয়েছে। তার চমত্কার উপস্থাপনা চীনের ঐতিহ্যিক সংস্কৃতির উপরে চীনা মানুষদের আগ্রহ জেগে উঠেছে।"

    "লুন ইয়ু"তে চীনের সবচেয়ে বিখ্যাত পন্ডিত কুংফুসিয়াস এবং তার শিষ্যদের কথা রেকর্ড করেছে। খৃষ্টপূর্ব তৃতীয় বা চতুর্থ শতাব্দীর সময় এই বই তৈরী করা হয়। দুই হাজার বছর ধরে তা চীনের সমাজের বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে আসছে।

    ৪ বছর থেকে ইয়ু তান "লুন ইয়ু" পড়তে শুরু করেছেন। তার পি.এইচ.ডি ডিগ্রী হলো ঐতিহ্যিক চীনা সাহিত্যে। তার মনে নেই যে তিনি কত বার "লুন ইয়ু" পড়েছিলেন। কিন্তু যখন আবার পড়েন নিশ্চয় কিছু নতুন তথ্য পান বা নতুন কিছু উপলব্ধি করতে পারেন।

    টেলিভিশনে "লুন ইয়ু" ব্যাখ্যা করার সময়ে ইয়ু তান নিজের অভিজ্ঞতা যোগ করে রাশিয়ার গল্প থেকে প্রাচীনকালের বৌদ্ধ ধর্মীয় গল্প থেকে শুরু করে, আধুনিক ঘটনাও উল্লেখ করেন। তাতে তার ক্লাস হয় একটি উপভোগের ব্যাপার। ইয়ু তান বলেছেন, তার লক্ষ্য হলো ১৫ বেশী বয়সের মানুষ তার ক্লাসের মাধ্যমে "লুন ইয়ু" বুঝবে এবং পছন্দ করবে। তিনি বলেছেন:

    "আমার ডক্টরেট ডিগ্রী হলো চলচ্চিত্র যোগাযোগ বিষয়ক। আমি ১০ বছর ধরে যোগাযোগ বিষয় নিয়ে গবেষণা করেছি। এর নিয়মকানুন আমি ভালভাবে জানি। তাই ক্লাসে যোগাযোগের বিষয় পড়ানোর সময় বিভিন্ন উদাহরণ দিয়ে থাকি। তা হলো সহজ ভাষায় সবার কাছে "লুন ইয়ু"র গল্প বলাবো এবং বোঝাবো।"

    পরে তার আরেকটি বই প্রকাশিত হয়। প্রকাশনা অনুষ্ঠানের দিন সকালে অনেকেই ভোর ৬টা থেকে অপেক্ষা করতে শুরু করেছে। ৯ ঘন্টা ধরে অটোগ্রাফ দিতে গিয়ে ইয়ু তান কোনো বিশ্রাম নেন নি। তিনি বলেছেন:

    "আমি যাওয়ার পথে কয়েকজন সাদা চুলের বয়স্ক মানুষ হাততালি দিতে দিতে দাঁড়িয়ে থাকে। আমি ধনুক মত করে পাশ কাটিয়ে এসেছি। খুব মুগ্ধ হয়েছি। তার আমার জন্য এসেছেন তা নয়, তার কুংফুসিয়াসের জন্য এসেছেন। আমি মনে করি আমার মাধ্যমে চীনের যে প্রাচীন সাহিত্য প্রচারিত হচ্ছে, সেটা আমার গৌরব।"