v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-17 21:13:43    
চীনে ঐতিহ্যিক সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কিত বইপত্র জনপ্রিয় হচ্ছে

cri
    চীনের বইপত্র বাজারে ঐতিহ্যিক সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কিত বইপত্রের বিক্রি সংখ্যা দ্রুত বাড়ছে । টেলিভিশন অনুষ্ঠান ও ইন্টারনেটে চীনের ইতিহাস ও ঐতিহ্যিক সংস্কৃতি সম্পর্কিত অনুষ্ঠান দশর্কদের প্রশংসা পেয়েছে । আধুনিক সমাজে চীনারা প্রাচীন ঐতিহ্যিক সংস্কৃতি থেকে পুষ্টি ও মানসিক তৃপ্তি পাওয়ার চেষ্টা করছেন ।

    কিছু দিন আগে পেইচিংয়ে অনুষ্ঠিত বইপত্রের অর্ডার সংক্রান্ত এক সভায় বেশির ভাগ প্রকাশনালয় নিজের বইপত্র প্রদশর্নের ব্যবস্থা করেছে । তাদের প্রদশীর্ত বইগুলোর মধ্যে চীনের ইতিহাস ও ঐতিহ্যিক সংস্কৃতি সম্পর্কিত বই বেশি । যেমন প্রাচীন চীনের শিক্ষার বই ' সান চি চিন ' ও ' তি চি কুই ' , প্রাচীন চীনের রু সম্প্রদায়ের তত্ত্ব সম্পর্কিত বই ' লুন ইয়ু ও ' মেনসিয়াস ' ও প্রাচীন চীনের বিখ্যাত ব্যক্তিদের জীবনীর বই পাঠকরা খুব পছন্দ করেন । চীনের একটি প্রকাশনালয় চীনের পাঁচ হাজার বছরের সামন্ততান্ত্রিক ইতিহাস সম্পর্কিত এক ছবির বই প্রকাশ করেছে । এ বইয়ের একটি বিজ্ঞাপনে বলা হয়েছে , ছ' বছর বয়স থেকে ৯৯ বছর বয়সের সব নাগরিকরা এ বই বুঝতে পারেন । এ বই চীনের ইতিহাস জানতে পাঠককে সাহায্য করবে । উপরুল্লেখিত বইপত্র অডারের পরিমান মোট পরিমানের ৩০ শতাংশেরও বেশি । আধুনিক বিশ্ব প্রকাশনালয়ের প্রধান সুং চু তে বলেছেন , চীনের ইতিহাস পাঁচ হাজারেরও বেশি । আধুনিক সমাজে নাগরিকরা নিজের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ দেখানোই স্বাভাবিক । তবে পাশ্চাত্য জগতের চিন্তাধারা ও সংস্কৃতি চীনে প্রবেশের সঙ্গে সঙ্গে চীনের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে যুব সম্প্রদায় খুব কম জানেন ।

    মিঃ চু লি ইয়োং একটি বিদেশী ভাষার গণ মাধ্যম সংস্থায় কাজ করেন । তিনি অবসর সময় চীনের ঐতিহ্যিক সংস্কৃতি সম্পর্কিত বইপত্র পড়েন । তিনি বলেছেন , আমি বিশ্ববিদ্যালয়ে বিদেশী ভাষা শিখেছি । তবে এখোনোআমি নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য কম জানি । বিদেশী বন্ধুদের সঙ্গে আলাপের সময় তারা মনে করেন আপনার বক্তব্য থেকে চীনের সংস্কৃতি সম্পর্কে কিছু জানতে পারেন । কারণ আপনি একজন চীনা , বিদেশীরা মনে করেন , চীনারা নিজের সংস্কৃতি জানেন । কিন্তু চীনের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আমি বেশি জানি না । তাই আমি সময় পেলেই চীনের পাঁচ হাজার বছরের দীর্ঘ ইতিহাসে জমে থাকা জ্ঞান ও বুদ্ধি সম্পর্কে জানার প্রচেষ্টা করি । মিঃ চু লি ইয়োনের মতো চীনের সংস্কৃতি , ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ অনেকের আছে । নাগরিকদের এ চাহিদা মেটানোর জন্য চীনের কেন্দ্রীয় টি ভি কেন্দ্র ---সি সি টি ভি ' শতমতের ফোরাম ' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে । এ অনুষ্ঠান এখন নাগরিকদের ভূয়সী প্রশংসা পেয়েছে । অনেক পন্ডিত চীনের ইতিহাসের বিভিন্ন রাজবংশের কাহিনী বণর্না করেছেন এবং নৈতিক তত্ত্ব ও ঐতিহ্যের ওপর ব্যাখ্যা করেছেন । এখন এ অনুষ্ঠান চীনের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠানে পরিণত হয়েছে । বই দোকানে তাদের লেখা বই কেনার জন্য পাঠকদের ভীড় জমে যায় । ' শতমতের ফোরামের ' অন্যতম বক্তা ই চুং থিয়েন অনুষ্ঠানে খৃষ্টীয় তিন শতাব্দীর সময় উয়েই , সু ও উ নামে তিন রাজ্যের আমলের কাহিনী জীবন্তভাবে বণর্না করেছেন । তার বক্তব্যের ভিত্তিতে লেখা বই বিক্রির পরিমান একটানা কয়েক সপ্তাহে শীর্ষ স্থানে ছিল । ইয়ু তান নামে অন্য একজন পন্ডিতের লেখা ' লুন ইয়ুন সম্পর্কিত উপলব্ধি ' নামে একটি বইতে তিনি দু' হাজার বছর আগের রু সম্প্রদায়ের প্রধান পন্ডিত কনফুসিয়াসের তত্ব ব্যাখ্যা করেছেন । এ বই ৪০ দিনের মধ্যে ১৫ লাখ কপি বিক্রি হয়েছে । ইয়ু তান মনে করেন , চীনের নাগরিকরা ঐতিহ্যিক সংস্কৃতি থেকে প্রশান্তি ও উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন । তিনি আরো বলেছেন , আমাদের এ যুগে অনেক পরিবর্তন হয়েছে । আধুনিক যুগের মানুষের নানা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে । তাই আজকের মানুষ ঐতিহ্যিক সংস্কৃতি থেকে মানসিক প্রশান্তি সংগ্রহ করতে চান এবং এসব প্রশান্তির কল্যানে বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান করতে চান । একবিংশ শতাব্দী বহুমুখী সংস্কৃতির যুগ । চীনের গণ মাধ্যম বিশ্ববিদ্যালয়ের প্রাচীন সাহিত্য বিভাগের প্রফেসার ইউয়েন ছিং ফেন মনে করেন , যে কোনো যুগের লোকদরন সামনে যাওয়ার পাশাপাশি নিজের ঐতিহ্যিক সংস্কৃতি থেকে প্রশান্তিপাওয়ার চেষ্টা স্বাভাবিক ব্যাপার । চীনারা ঐতিহ্য ও অন্য দেশের সংস্কৃতি থেকে উত্কৃষ্ট উপাদান অন্বেষণ করে বাস্তব জীবনের চ্যালেঞ্জের মোকাবেলা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।