চীনের জাতীয় যাদুঘরের সম্প্রসারণ প্রকল্প ১৭ মার্চ থেকে শুরু হয়েছে । এই প্রকল্প ২০০৯ সালের শেষ দিকে সম্পন্ন হবে এবং ২০১০ সালে আবার চালু হবে ।
জাতীয় যাদুঘরের প্রধান বলেছেন , জাতীয় যাদুঘরের পুরনো ভবন গত শতাব্দীর পঞ্চাশের দশকে নির্মিত পেইচিংয়ের দশটি বড় ইমারতের অন্যতম । সম্প্রসারিত হওয়ার পর এই যাদুঘরের আয়তন আরো দুই লাখ বর্গমিটার বাড়বে । ভবনটির আয়তন পুরনো ভবনের তিন গুন হবে । যাদুঘরের পুরাকীর্তি গুদামে দশ লাখ পুরাকীর্তি রাখা যায় । যাদুঘরের নতুন ভবন পুরাকীর্তি সংরক্ষন , গবেষণা , প্রদর্শন ও পুরাকীর্তির নিরাপত্তা নিশ্চিত ক্ষেত্রে উন্নত আন্তর্জাতিক মানে পৌছবে ।
সম্প্রসারণ প্রকল্প চলাকালে জাতীয় যাদুঘরের পুরাকীর্তিগুলো বিদেশে প্রদর্শিত হবে । এবছর চীনের জাতীয় যাদুঘরের পুরাকীর্তি প্রদর্শনী ক্যানাডা , সারভিয়া ও অষ্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে ।
**চীনের বিশ্বকোষের দ্বিতীয় সংস্করণ এ বছর প্রকাশিত হবে
চীনের বিশ্বকোষের দ্বিতীয় সংস্করণ বারো বছরের প্রস্তুতির পর এ বছর প্রকাশিত হবে । এই বিশ্বকোষের প্রকাশনায়লের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , চীনের বিশ্বকোষের দ্বিতীয় সংস্করণে চীনের সমাজ বিজ্ঞান , বিজ্ঞান ও মানবিক বিদ্যার নতুন অগ্রগতি প্রতিফলিত হয়েছে এবং মানবজাতির সংস্কৃতি , নতুন জ্ঞান ও মতবাদ ব্যাখ্যা করা হয়েছে ।
জানা গেছে , চীনের বিশ্বকোষের দ্বিতীয় সংস্করণে ৮০টি বিদ্যার তথ্য সংগ্রহ করা হয়েছে । কোষটির ৩২টি খন্ড আছে , মোট অক্ষর সংখ্যা ছয় কোটি ।
উল্লেখ্য , চীনের বিশ্বকোষের প্রথম সংস্করণের শেষ খন্ড ১৯৯৩ সালে প্রকাশিত হয় , মোট সময় লেগেছিল ১৫ বছর ।
**নিউজিল্যান্ডের একটি প্রদর্শনী পেইচিংয়ে শুরু
এ বছর হলো চীন ও নিউজিল্যান্ডের মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ তম বার্ষিকী । ১৩ মার্চ নিউজিল্যান্ডের একটি প্রদর্শনী পেইচিংয়ে শুরু হয়েছে । নিউজিল্যান্ড সরকার এই প্রথমবার চীনে প্রদর্শনীর আয়োজন করে ।
প্রদর্শনীতে তৈজষপত্র ছাড়া প্রামান্য চলচ্চিত্র দেখানোর মাধ্যমে চীনের দর্শকদের নিউজিল্যান্ডের সুন্দর প্রাকৃতিক দৃশ্য , রীতিনীতি ও বৈজ্ঞানিক অগ্রগতি দেখানো হবে । এ ছাড়া নিউজিল্যান্ডের দুটি পেশাদার শিল্পী দল প্রদর্শনীতে নিউজিল্যান্ডের সংখ্যালঘু মাওলি জাতি ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের সংগীত পরিবেশন করবে । এই প্রদর্শনী রাজধানী পেইচিংয়ের পর সাংহাই , উ হান ও কুয়াং চৌ শহরে প্রদর্শিত হবে ।
|