|  |  | 
| (GMT+08:00)
2007-04-17 19:05:32 |  
| 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিয়েন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইসের কাছে শোকবাণী পাঠিয়েছেন
 
 
 
cri
 
| ১৭ এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিয়েন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলিবর্ষণ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইসের কাছে একটি শোক বাণী পাঠিয়েছেন। শোক বাণীতে বলা হয়েছে, ভার্জিনিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে বেশী কয়েক জন লোক হতাহত হওয়ায় লি চাও শিয়েন আতংক বোধ করেন। তিনি এই সহিংসতার তীব্র নিন্দা জানান। তিনি চীন সরকারের পক্ষ থেকে মার্কিন সরকার ও নিহতদের পরিবারের প্রতিআন্তরিক সমবেদনা জানান। আহতরা শীঘ্রই সেরে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই দিন একটি প্রেস ব্রিফিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়েন চাও বলেছেন, চীন হত্যাকান্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ করে এবং আহত আর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। |  |  |