|
 |
(GMT+08:00)
2007-04-17 19:00:24
|
চীনের অ-বস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক শিল্পকলা উত্সব শুরু
cri
 চীনের অ-বস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক শিল্পকলা উত্সব ১৬ এপ্রিল ফ্রান্সের রাজধানী প্যারিসের জাতি সংঘ ইউনেস্কের সদনে শুরু হয়েছে। ইউনেস্কের মহা পরিচালক মাটসুরাম কৈছিরো উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীনের বৈচিত্রময় অ-বস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারের বিষয়ে প্ল্যাটফর্মস্থাপন করতে পেরেছে বলে ইউনেস্কো খুব গর্ব বোধ করে। চীনের উপ সংস্কৃতি মন্ত্রী চো
 হোপিন তাঁর ভাষণে চীন সরকারের অ-বস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে অ-বস্তুগত সাংস্কৃতিক উপরাধিকার সংরক্ষণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর হাজার হাজার দেশী-বিদেশী অতিথী চীনের অ-বস্তুগতসাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন।

|
|
|