চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিও চিয়েন ছাও ১৭ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীনের আশা সংশ্লিষ্ট পক্ষ সংলাপ ও পরামর্শের মাধ্যমে সুদানের দারফুর সমস্যা সমাধান করবে।
জানা গেছে, সুদানে জাতিসংঘ ও আফ্রিকান লীগের মধ্যে দারফুর অঞ্চলে মোতায়েন শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব সম্পর্কে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে লিও চিয়েন ছাও বলেছেন, চীন চুক্তিটি স্বাক্ষরে খুব খুশি। দারফুর সমস্যা সমাধানের প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুমান করা যায়, তিন পক্ষের পরামর্শ সংলাপ আয়োজনে কার্যকর হবে। তিনি আরও বলেছেন, দারফুর সমস্যা সমাধানে সুদান সরকার ও জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
|