চীনের জাতীয় মেধাসত্ব অধিকার ব্যুরোর মুখপাত্র ইন শিন থিয়েন ১৭ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীনের মেধাসত্ব অধিকার অবস্থা উন্নত করতে চীন আশ্বাবাদী।
ইন শিন থিয়েন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ২০০৬ সালে চীন মেধাসত্ব অধিকার সুরক্ষায় অধিকতর জোর দেয়। সারা বছরে মোট ৭.৩কোটি কপি নকল পণ্যদ্রব্য বাজেয়াপ্ত করেছে। চীনের শুল্ক বিভাগ মোট ২০কোটি ইউয়ান মূল্যের নকল কপি বাজেয়াপ্ত করেছে। ২০০০টিরও বেশি মেধাসত্ব অধিকার লংঘনের মামলা বিচার করা হয়েছে এবং ৩৫০০জনেরও বেশী অপরাধীর শাস্তি দেয়া হয়েছে।
ইন শিন থিয়েন বলেছেন, চীন সরকার মেধাসত্ব রক্ষা করাকে একটি মৌলিক নীতি হিসেবে স্থাপন করেছে। চীন শুধু বিদেশ থেকে পুঁজি ও প্রযুক্তি আমদানি করা নয়, সঙ্গে সঙ্গে নিজ দেশের প্রযুক্তি ও অর্থনীতি উন্নয়ন করে বাজার অর্থনীতি সম্পূর্ণ করার ক্ষেত্রও ত্বরান্বিত করবে।
|