|
 |
(GMT+08:00)
2007-04-17 18:34:14
|
 |
ইইউ চীনের মেধা স্বত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আপিলে অংশ নেবে না
cri
ইইউ কমিশনের বাণিজ্যিক সদস্য পিটার মানডেলসন ১৬ এপ্রিল ব্রাসেল্সে বলেছেন, ইইউ আপাতত: চীনের মেধা স্বত্বের উদ্দেশ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে যুক্তরাষ্ট্রের আপিলে অংশ নেবে না। তিনি বলেছেন, সংলাপ এখনও ইইউ-চীন বাণিজ্যিক বিরোধ সমাধান করার প্রধান বিকল্প। ইইউতে চীনের রাষ্ট্রদূত গুয়েন ছেন ইয়ানের আয়োজিত একটি মধ্যাহৃ ভোজসভায় পিটার মানডেলসন বলেছেন, ২০০৫ সালে ইইউ আর চীনের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়। দু'পক্ষের মধ্যে বস্ত্রবয়ন ক্ষেত্রে বাণিজ্যিক বিরোধ নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা ছিল একটি ভাল দৃষ্টান্ত। তিনি মনে করেন, মেধা স্বত্ব ক্ষেত্রে ইইউ আর চীনের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে । দু'পক্ষের মধ্যে ধারাবাহিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে আশা প্রকাশ করেছেন, চীন সরকার এ ক্ষেত্রে আইন অনুযায়ী ভালভাবে কাজ করবে। রাষ্ট্রদূত গুয়েন ছেন ইয়ান পেটের মানডেলসনের মনোভাবে সম্মতি দিয়েছেন। তিনি বলেছেন, সহযোগিতা ও সংলাপের মাধ্যমে এই ক্ষেত্রের সমস্যার সমাধান করা দু'পক্ষের মধ্যে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরও বিকাশের অনুকুল।
|
|
|