 জাপানের সামুদ্রিক আত্মরক্ষা দল, মার্কিন ও ভারতের নৌবাহিনী ১৬ এপ্রিল মধ্য জাপানের বোসো উপদ্বীপের কাছে প্রথম যৌথ সামরিক মহড়া অনুষ্ঠান করেছে।
জাপানের সামুদ্রিক আত্মরক্ষা দলের ৪টি ডেস্ট্রয়ার, মার্কিন নৌবাহিনীর ২টো ইজিস ডেস্ট্রয়ার এবং ভারতের নৌবাহিনীর ৩টি নৌবহর মহড়ায় অংশ নেয়। ৭ ঘন্টাব্যাপী মহড়ায় ওয়্যারলেস টেলিযোগাযোগ ও বণকোশনসহ বিভিন্ন প্রকল্প চালানো হয়েছে।
জাপানের এক জন কর্মকর্তা বলেছেন, এবারের যৌথ সামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে তিনটি দেশের বাহিনীর পারস্পরিক আস্থা বাড়ানো।
|