দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রথম জ্বালানীসম্পদ সংক্রান্ত শীর্ষ সম্মেলন ১৬ এপ্রিল ভেনিজুয়েলায় অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের লক্ষ হলো দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে জ্বালানীসম্পদ এবং আর্থিক ক্ষেত্রের একীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করা।
দু'দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ গুরুত্ব সহকারে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক গ্যাসের পাইপ নির্মাণ এবং প্রাকৃতিক গ্যাস আমদানি ও রপ্তানি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে জ্বালানীসম্পদ ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নিয়ে বহু দফার দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় বৈঠক করেছেন।
এবারের সম্মেলন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো ছাভেজের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
|