v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-17 17:56:05    
হ্যানোভার শিল্প মেলায় চীনের অংশগ্রহণকারী দল আকর্ষনীয়

cri
    ২০০৭ সালের হ্যানোভার শিল্প মেলা ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। চীনের ৫০০টিরও বেশী শিল্পপ্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ইতালির শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশী। এরপর হচ্ছে চীন। মেলায় চীনের অংশ নেয়ার আওতা হচ্ছে ৫৫০০ বর্গমিটার। সাম্প্রতিক বছরগুলোতে এটি চীনের অংশগ্রহণকারীদের জন্যে বৃহত্তম জায়গা।

    এবারের মেলার প্রধান প্রসঙ্গ হচ্ছে আবহাওয়া সংরক্ষণ এবং কার্যকরভাবে জ্বালানীসম্পদ ব্যবহার। হ্যানোভার শিল্প মেলার জ্বালানীসম্পদ প্রদর্শনী বিশ্বের মেলাগুলোর মধ্যে বৃহত্তম। জ্বালানীসম্পদ প্রদর্শনীর এগারো নম্বর কেন্দ্র বরাবরই সিমেন্সসহ বিভিন্ন শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রদর্শন কেন্দ্র। চীনের উত্তর সাগর ছায়াপথ বৈজ্ঞানিক শিল্পপ্রতিষ্ঠান গত বছর প্রথম বারের মতো মেলায় অংশ গ্রহণের জন্যে নাম লেখার পর এ বছর প্রথম বারের মতো এগারো নম্বর কেন্দ্রে প্রদর্শন করছে। এর মাধ্যমে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিশ্বের প্রথম শ্রেণীর শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শেখার সংকল্প পুরোপুরিভাবে প্রতিফলিত হয়েছে। উল্লেখিত কোম্পানির প্রদর্শনীর দায়িত্বশীল কর্মকর্তা সুই সুয়েচিয়া ব্যাখ্যা করে বলেছেন,

    গত বার আমরা ১০০ বর্গমিটারের স্টলের জন্য আবেদন করেছিলাম। এ স্টলে প্রদর্শন করা পণ্যদ্রব্যর মধ্যে ছিল স্বতন্ত্র গবেষণা ও তৈরী করা এবং পেটেন্ট পাওয়া ইলেকট্রিকের সুইচ এবং বিদুতের সাজ-সরঞ্জাম। গত বছরের প্রদর্শনীর ফলাফলের আমরা সন্তুষ্ট হয়েছিলাম। আমরা সুযোগ ধরে নিজের ব্র্যান্ড প্রচার করি। তাই এ বছর আমরা প্রদর্শনীর আওতা বাড়িয়েছি। আমরা আশা করি, এইভাবে প্রদর্শনীর মাধ্যমে আরো বেশী ব্যবসায়ী ও আরো ভালো সহযোগী খুঁজে বের করতে পারবো।

    হ্যানোভার শিল্প মেলার মাধ্যমে চীনের অনেক পণ্যদ্রব্যের বাজার উন্মুক্ত হয়েছে। শেনচেন চিয়েন ফোং গোষ্ঠী ধারাবাহিক তিন বছর ধরে মেলায় অংশগ্রহণ করে আসছে এবং তার প্রদর্শনীর আওতা বছরের পর বৃদ্ধি করছে। এই গোষ্ঠীর প্রযুক্তির মহা-পরিদর্শক চান ফোংসুইয়েন বলেছেন,

    আমি মনে করি, এ ধরণের মেলায় অংশগ্রহণ নিজের কোম্পানির জন্যে তথা আমাদের জাতীয় ব্র্যান্ডের বিশ্বমুখীণতার জন্যে খুবই গুরুত্বপূর্ণ।

    এশীয় শিল্পপ্রতিষ্ঠানগুল বিশেষ করে চীনের শিল্পখাতগুলো হ্যানোভার শিল্প মেলায় বরাবরই আকর্ষণীয়। উল্লেখ্য যে, এ বছর চীনের অংশগ্রহণকারীর সংখ্যা এবারের মেলার অংশীদার দেশ তুরস্ককে ছাড়িয়ে গেছে। এটি মেলায় দৃষ্টি রাখার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    হ্যানোভার শিল্প মেলায় চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী উদ্যোক্তা ইউনিটের প্রশংসা পেয়েছে। এবারের প্রদর্শনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা হ্যান্স ক্লাউস সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, আগামী বছরের মেলায় চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানানো হয়েছে। তিনি বলেছেন,

    অনেক বছর ধরে চীনের অর্থনীতির উন্নয়নের সুষ্ঠু প্রবণতা থেকে দেখা গেছে, ২০০৮ সালে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো অবশ্যই উন্নয়নের সুষ্ঠু গতি বজায় রাখতে পারবে। এর থেকে আগামী বছরে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ভবিষ্যত্ প্রমাণিত হয়েছে। শিল্প ছাড়া, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে চীনের উন্নয়ন আরো ভালো হবে।