|
![](/images/spacer.gif) |
(GMT+08:00)
2007-04-16 20:01:14
|
মুকতাদা আল-সাদর আনুষ্ঠানিকভাবে ইরাক সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন
cri
ইরাকের শিয়া সম্প্রদায়ের নেতা মুকতাদা আল-সাদারের নেতৃত্বাধীন দল ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইরাক সরকার থেকে বেবিয়ে আসার সিদ্ধান্ত জানিয়েছে। তিনি একটি প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরাক থেকে প্রত্যাহার করার ব্যাপারেইরাকের প্রধান মন্ত্রী নুরি আল মালিকি জনসাধারণের তীব্র আশা-আকাংক্ষা উপেক্ষা করেছেন এবং যুক্তরাষ্ট্র ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের সময়সূচী নির্ধারন নিধার্রন না করায় তিনি এ সিদ্ধান্ত জানিয়েছে।
|
|
|