v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-16 19:49:46    
১০--১৬ এপ্রিল, ২০০৭

cri
    সরকার ও বিদ্রোহী মাও গেরিলাদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি অনুযায়ী আগামী জুনে অনুষ্ঠেয় নেপালে জাতিয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না। একজন শীর্ষ নির্বাচন কর্মকর্তা ১৩ এপ্রিল এ কথা বলেন।

    নির্বাচন কমিশনার ভোজরাজ পোখারেল বলেন,জুন মাসে নির্বাচন অনুষ্ঠান অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। ২০ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। অর্থাত্ মাত্র ৬০ দিনের কিছু বেশি সময় বাকি আছে। কিন্তু নির্বাচনের প্রস্তুতি গ্রহণে কমপক্ষে আরো ১১০ দিন সময় প্রয়োজন বলে জানান ভোজরাজ। এরই মধ্যে প্রয়োজনীয় কিছু আইন প্রণয়নেরও তাগিদ দেন তিনি।

    আসন্ন নির্বাচনে গঠিত পার্লামেন্ট নেপালের সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবে আর রাজতন্ত্রের ভাগ্যও নির্ধারণ করবে।

    ভারতের রাষ্ট্রপতি পদে এবার নাম উঠে এসেছে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের। বর্তমান রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম আগামী নির্বাচনে অংশ না নেওয়ার কথা ঘোঘণা করায় অমর্ত্য সেনকে সর্বসম্মত প্রার্থী করার চিন্তাভাবনা শুরু হযেছে রাজনৈতিক মহলে।

    বিজেপি চাইছে তাদের দলীয় বর্তমান উপ-রাষ্ট্রপতি ভৌরো সিং শখাওয়াতকে রাষ্ট্রপতি করতে। কংগ্রেস এটি মানছে না। আবার বাম দলগুলো চাইছে বর্তমান উপ-রাষ্ট্রপতি ভৈরো সিং শেখাওয়াতকে রাষ্ট্রপতি করতে। কংগ্রেস এটি মানছে না। আবার বাম দলগুলো চাইছে বর্তমান স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে।

    ফলে এ জটিলতার জন্য রাজনৈতিক মহল থেকেই সর্বসম্মত প্রার্থী হিসেবে অমর্ত্য সেনকে দাঁড় করানোর চিন্তাভাবনা চলছে। রাজনীতিকেরা আশাবাদী,এতে ইতিবাচক সাড়া মিলতে পারে।

    **ভারতের পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লর অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রপরিক্ষার ফলে গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান ভারতের আকাশ থেকে জাকার্তা ফিরে যেতে বাধ্য হয়। ইন্দোনেশিয়ানর পররাষ্ট্র মন্ত্রণালয় এ জন্য নয়াদিল্লির কাছে ব্যাখ্যা দাবি করেছে। খবর এপির।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ার্তোলেগোউ জানান, তাঁরা শিগগিরই জাকার্তায় ভারতের কূটনীতিককে তলব করে ঘটনার আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তাঁরা তা নিশ্চিত করতে চান।

    ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা গারুদার পরিচালক আরি সাপারি জানান, বিমানটি গত বৃহস্পতিবার জাকার্তা থেকে ৪১৩ জন সুসল্লি নিয়ে সৌদি আরব যাছ্ছিল। এ সময় ভারতের কন্ট্রোল টাওয়ার থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণের কথা জানানো হয়। অথচ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে এর আগে কোনো তথ্য জানানো হয়নি। এটা বিভ্রান্তিকর ও উদ্ধেগের বিষয়।

    তিনি জানান, বোয়িং-৭৪৭ বিমানটি তাত্ক্ষণিকভাবে ভারতের আকাশ থেকে জাকার্তা ফিরে আসে এবং সাত ঘণ্টা পর আবার জেদ্দার উদ্দেশে রওনা দেয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে গারুদার রিয়াদগামী আরেকটি বিমানের যাত্রাও বিলম্বিত হয়।

(প্রথম আলো)

    **চাদের বুকে শিল্পায়ন

    চাদে বসবে শিল্প কারখানা, সেখানে হবে শিল্পায়ন। শুনতে একটু খটকা লাগলেও এ লক্ষ্য নিয়ে রাশিয়া এখন মহাকাশ পরিবহন ব্যবস্থার ওপর কাজ করছে। এ কথা জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থা আরকেকে এনার্জিয়ার প্রধান। নতুন এ পরিবহন ব্যবস্থার নাম ক্লিপার/ প্যারোম।

    গত ১১ এপ্রিল প্রকাশিত এক সাক্ষাত্কারে আরকেকে এনার্জিয়ার প্রধান ও মহাকাশ বিজ্ঞানী নিকোলাই সেবাস্তিয়ানোভ বলেন, এ ধরনের উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য অনেক সময় আমরা সমালোচনার মুখোমুখি হলেও চাদে শিল্পায়ন নিয়ে ভাবার সময় এসেছে।

    ৩৮ বছর আগে আমেরিকা চাদে প্রথম নভোচারী পাঠিয়েছিল। তাদের সঙ্গে টক্কর দিতে রাশিয়া নিয়ে আসে সয়ুজ রকেট। কিন্তু সে প্রযুক্তি মহাকাশচারীদের পৃথিবীর বাইরে নিয়ে গেলেও এখন তা পুরনো হয়ে গেছে। এখন আর কোনো রোমাঞ্চ নেই তাতে। সয়ুজ রকেটের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির ক্লিপার পদ্ধতি পর্যটকদের নিয়ে যাবে মহাশূন্যে। উন্মোচিত হবে চাদে শিল্পায়নের নতুন এক দিক। অন্তত রাশিয়া এমনটিই আশা করছে।

    শৌখিন পর্যটকদের আকর্ষণ করতে গঠিত মহাকাশ সংস্থার এক নির্বাহী সোমবার বলেছেন, চাদের চারপাশে প্রদক্ষিণ করা তো এখন মুঠোর মধ্যেই, পরবর্তী পদক্ষেপ হবে চাদের মাটিতে পর্যটকদের পায়ের ছাপ ফেলার কাজটি।