এ এন এ ১৬ এপ্রিল পেইচিংয়ে এ কথা ঘোষণা করেছে যে, চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৩৫ তম বার্ষিকী এবং চীনের বিমান যোগাযোগ শুরু হওয়ার ২০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এ এন এ ২০০৭ সালকে "এ এন এ'র চীন বর্ষ হিসেবে নির্ধারণ করেছে।
খবরে জানা গেছে, এ এন এ'র চীন বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগষ্ট মাস থেকে "উড়ে যাও, পান্ডা"নামক বিশেষ ছবি সাজানো বোইং ৭৬৭ বিমান দিয়ে জাপান এবং পেইচিং ও কুয়াংচৌসহ বিভিন্ন রুটে বিমান চলাচল করবে।
তা ছাড়া, এ এন এ চীনকে দু'টি "এ এন এ নীল আকাশ আশা প্রাথমিক স্কুল উপহার দিবে এবং ২০০৭ সালের বিশ্ব চীনা ব্যবসায়ীদের সম্মেলনের জন্যে পুঁজি সাহায্য করবে।
|