ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সম্প্রতি ডেঙ্গু জ্বরের অবস্থা গুরুতর হয়েছে । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্দোনেশিয়ায় চীনা জনগণ এবং ইন্দোনেশিয়ায় গমনেচ্ছু চীনা জনগণকে এ রোগের প্রতিরোধ বিষয়ে সতর্ক করেছে। যাতে শরিরীক অবস্থা খারাপ হলে যথাযথভাবে হাসপাতালে চিকিত্সা গ্রহণ করে।
জাকার্তা স্বাস্থ্য ব্যুরোর পরিসংখ্যা থেকে জানা গেছে, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরের আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১০ হাজারেরও বেশী। এতে ৪১ জন নিহত হয়েছে। স্থানীয় সরকার প্রতিরোধ চালাচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়এবং ইন্দোনেশিয়ায় চীনের দূতাবাস উল্লেখ করে যে, সেখানকার চীনা জনগণ ও ইন্দোনেশিয়ায় গমনেচ্ছু চীনা জনগণকে মশা প্রতিরোধের বিষয়টি গুরুত্ব সরকারে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
|