চীনের নৌ-বাহিনী এবং সফররত ভারতের নৌ-বাহিনীর নৌবহর ১৬ এপ্রিল ছিংতাও শহরের কাছাকাছি হলুদ সাগরে সাফল্যের সঙ্গে একটি যৌথ অনুশীলনের আয়োজন করে। যৌথ অনুশীলনের পর ভারতের নৌ-বাহিনীর নৌবহর রাশিয়া সফর করবে।
১৬ এপ্রিল সকাল ১০টায় অনুশীলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এবারের অনুশীলন প্রায় তিন ঘন্টা স্থায়ী হয়। চীন ও ভারতের নৌ-বাহিনীর ১০০০ জনেরও বেশী সৈন্য এবারের অনুশীলনে অংশ নিয়েছেন।
ভারতের নৌ-বাহিনীর নৌবহর ১২ এপ্রিল ছিংতাওয়ে পৌঁছে। সফরকালে দু'পক্ষ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আদান-প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
|