v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-16 19:16:45    
পাকিস্তানের প্রধানমন্ত্রী চীন-পাক সার্বিক সহযোগিতার উচ্চ প্রশংসা করেছেন

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ১৬ এপ্রিল থেকে চীন সফর শুরু করেছেন। সফরকালে তিনি শাংহাইয়ে অনুষ্ঠিতব্য পো আও এশিয় ফোরাম ২০০৭ সম্মেলনে অংশ নেবেন। গতকাল ১৫ এপ্রিল আজিজ প্রধানমন্ত্রী ভবনে চীনের সংবাদদাতাদের সাক্ষাত্কার দিয়েছেন।

    আজিজ বলেছেন, পাকিস্তান ও চীনের মধ্যে বহুপক্ষীয় ও সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক দীর্ঘ দিন ধরে বিরাজ করছে। পাকিস্তানী সরকর ও জনগণ চীনের সঙ্গে মৈত্রী বজায় রাখাতে গৌরব বোধ করে। পাকিস্তান অব্যাহতভাবে চীনের সঙ্গে সহযোগিতা ও মত বিনিময় করতে ইচ্ছুক।

    "দু'দেশের নেতাদের পারস্পরিক বিনিময়ের এক পদক্ষেপ হিসেবে আমি এবারের সফর করবো। সফরকলে আমরা গুরুত্বপূর্ণ কিছু চুক্তি স্বাক্ষর করবো। এতে বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, ব্যাংকিং, অবকাঠামো, পুঁজি বিনিয়োগ, জ্বালানি সম্পদ, প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতার বিষয় রয়েছে। এসব চুক্তির লক্ষ্য হচ্ছে যাতে দু'দেশের সহযোগিতা আরো সম্প্রসারণ করানো যায়। "

    আজিজ বলেছেন, চীন সফরকালে দু'দেশ বিশটিরও বেশি সরকারি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করবে। তাছাড়া, দু'দেশের ব্যক্তিগত কোম্পানিও বিশটিরও বেশি চুক্তি স্বাক্ষর করবে। আজিজ বলেছেন, গত বছর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পাকিস্তান সফরকালে স্বাক্ষরিত পাকিস্তানে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ পুঁজি বিনিয়োগ অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়নের পাকিস্তান চেষ্টা করছে। এখন এই বিশেষ অঞ্চল স্থাপনের জন্য জমি পাওয়া গেছে, এতে চীনের পুঁজিবিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক ব্যবস্থা যোগানো হবে। তিনি স্বাক্ষরিত "অবাধ বাণিজ্য চুক্তি" নিয়ে উচ্চ প্রশংসা করেছেন। তিনি মনে করেন আর্থিক-বাণিজ্য ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা আরো সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

    "অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তানের জন্য জ্বালানি সম্পদ দরকার। সুতরং চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো আমাদের জ্বালানি সম্পদ ক্ষেত্রের পুঁজি বিনিয়োগে অংশ নিতে পারে। আমরা অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। তা চীনের পণ্যদ্রব্য পাকিস্তানের বাজারে প্রবেশের জন্য সুবিধাজনক অবস্থা সৃষ্টি করেছে। এই চুক্তিতে যন্ত্রপাতিগুলোর আমদানি শুল্ক ফ্রি। এখন আমরা পরিসেবা শিল্পও এই চুক্তিতে অন্তর্ভূক্ত করতে চাই। বীমা, ব্যাকিং, নৌযোগাযোগ ও পর্যটন ক্ষেত্রে আমাদের দু'দেশের বিনিময় আরো সম্প্রসারণ করা উচিত। এসব বিষয় আমরা অবাধ বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চাই।"

    সফরকালে পেইচিং ছাড়া আজিজ সি ছুয়েন প্রদেশের রাজধানী ছেং তু সফর করবেন। ছেং তু'তে তিনি পাকিস্তানের নতুন কন্স্যুলেট উদ্বোধন করবেন। এরপর তিনি প্রতিনিধি দল নিয়ে হাইনান প্রদেশে অনুষ্ঠিত পো আও এশিয় ফোরাম ২০০৭এ অংশ নেবেন। পো আও ফোরাম সম্পর্কে আজিজ বলেছেন, এই ফোরাম এশিয় দেশের জন্য আঞ্চলিক ও পৃথিবীর অর্থনীতি উন্নয়ন নিয়ে একটি মত বিনিময়ের মঞ্চ স্থাপন করেছে। তিনি আশা করেন, পাকিস্তান ও চীনের শিল্পপাতিরা এবারের ফোরামের মাধ্যমে দু'দেশের বাণিজ্যিক সহযোগিতা আরো জোরদার করবে।

    "পাকিস্তানের প্রায় সকল বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান এবারের ফোরামে অংশ নেবে। তারা চীনের শিল্পপাতিদের সঙ্গে ব্যাপক সম্পর্ক স্থাপন করে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এবারের ফোরাম দু'দেশের সরকার ও শিল্পপ্রতিষ্ঠান উভয়ের জন্যই কল্যাণকর হবে। এবং দু'দেশের অর্থনৈতিক সহযোগিতাও নিশ্চয় আরো উন্নত হবে।"