চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য লোকান সম্প্রতি বলেছেন , বিভিন্ন স্থানকে অর্থনীতি উন্নয়নের গুনগতমান উন্নত করার উপর বেশি গুরুত্ব দিতে হবে , যাতে জনসাধারণ অর্থনীতির উন্নয়ন থেকে আরো বেশি সুবিধা পান ।
পশ্চিম চীনের সানসি প্রদেশ পরিদর্শনের সময় লোকান উল্লেখ করেছেন , বিভিন্ন স্তরের সরকারকে জনসাধারণের জীবনযাত্রার মান আরো উন্নত করার প্রচেষ্টা চালাতে হবে । গ্রামাঞ্চলে কৃষকদের আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে পল্লী অঞ্চলের যাতায়াত ব্যবস্থা উন্নত করা , কৃষকদের পানীয় জল , চিকিত্সা ও বাচ্চাদের লেখাপড়ার অসুবিধা দূর করতে হবে । শহরাঞ্চলে সল্পআয়ের নাগরিকদের জীবন উন্নতকরার পাশাপাশি বেকারদের কর্মসংস্থান , সামাজিক নিশ্চয়তা ব্যবস্থা ও চিকিত্সা বীমা সমস্যা নিষ্পত্তি করতে হবে ।
|