উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের পরিবেশ সংরক্ষণ ব্যুরো সূত্র থেকে জানা গেছে , ২০০৭ সালে হেইলুংচিয়াং প্রদেশকে প্রাকৃতিক প্রদেশ হিসেবে গড়ে তোলার কাজ জোরদার করা হবে ।
হাইন নান ও চিলিন প্রদেশের পর চীনের তৃতীয় প্রাকৃতিক প্রদেশ হিসেবে হেইলুংচিয়াং প্রদেশকে গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে । ২০০৬ সালে হেইলুংচিয়াং প্রদেশ সার্বিকভাবে প্রাকৃতিক প্রদেশ গড়ে তোলার বিভিন্ন বার্ষিক লক্ষ্যমাত্রা সম্পন্ন করেছে । ২০০৬ সালের শেষ নাগাদ হেইলুংচিয়াং প্রদেশে প্রাকৃতিক সংরক্ষণ এলাকাগুলো সংখ্যা ১৭৭টিতে পৌছেছে এবং এগুলোর মোট আয়তন ৫৪ লাখ ৫০ হাজার হেক্টরে দাঁড়িয়েছে ।
২০০৭ সালে হেইলুংচিয়াং প্রদেশ প্রধানত প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ প্রকল্প নির্মাণ ও পরিবেশ সম্পর্কে জনসাধারণের সচেতনতা উন্নত করার কাজকে জোরদার করবে ।
|