চীন, জাপান ও দঃ কোরিয়ার রাজনীতিবিদ, শিল্পপতি ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিদের অংশ গ্রহণে দ্বিতীয় 'উত্তর-পূর্ব এশিয়ার বিশিষ্ট ব্যক্তি সম্মেলন' ১৬ এপ্রিল টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। যোগদানকারীরা উত্তর-পূর্ব এশীয় দেশগুলোর কাছে অধিকতরভাবে সহযোগিতা ও আদান-প্রদান দ্রুততর করার আহ্বান জানিয়েছেন, যাতে এই অঞ্চলের সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন করা যায়।
চীনের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ছিয়ান ছিছেন, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে এবং দঃ কোরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী লী হং-কু সম্মেলন আলাদা আলাদাভাবে ভাষণ দিয়েছেন। তারা মনে করেন, চীন, জাপান ও দঃ কোরিয়ার উচিত মিলিত প্রচেষ্টায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, অধিকতরভাবে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করা এবং সক্রিয়ভাবে যোগাযোগ ত্বরান্বিত করা। তাছাড়া, জ্বালানী সম্পদ, সন্ত্রাসদমন ও সংক্রামক রোগ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে পূর্ব এশীয় দেশগুলোর সহযোগিতা জোরদার করা উচিত, যাতে নতুন আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় অবদান রাখা যায়।
|