v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-16 16:46:10    
পেইচিং ওলিম্পিক গেমসের টিকিট বিক্রি শুরু

cri
     ১৫ এপ্রিল পেইচিং ওলিম্পক গেমসের সাংগঠনিক কমিটির উদ্যোগে পেইচিংয়ে ২০০৮ সালের ওলিম্পিক গেমসের টিকিট বিক্রি সংক্রান্ত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় । প্রেস ব্রিফিংয়ে এখন থেকে ২০০৮ সালের ওলিম্পিক গেমসের টিকিট গোটা বিশ্বে বিক্রি শুরুর কথা ঘোষনা করা হয়েছে ।

    ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্যনির্বাহী ভাইস চেয়ারমান ওয়াং ওয়ে পেইচিংয়ে ওলিম্পিক গেমসের টিকিট বিক্রির পদ্ধতি ব্যাখ্যা করেছেন । ওলিম্পিক গেমসের টিকিটের মোট সংখ্যা ৭০ লাখ । এর মধ্যে ৭৫ শতাংশ টিকিট চীনে বিক্রি হবে , বাকী ২৫ শতাংশ বিদেশে বিক্রি হবে । ওয়াং ওয়ে বলেছেন , চীনের নাগরিকরা পেইচিং ওলিম্পিক কমিটির সাংগঠনিক কমিটির ওয়েবসাইট অথবা সাংগঠনিক কমিটির নির্ধারিত চীনের এক হাজার চীনা ব্যাংকের টিকিট বিক্রি কেন্দ্র থেকে টিকিট কিনতে পারবেন । প্রবাসীচীনা ও বিদেশী চীনাসহ বিদেশী নাগরিকরা সেই দেশের বা অঞ্চলের ওলিম্পিক কমিটির কাছ থেকে টিকিটের খোজঁখবর নিতে পারবেন । পেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির টিকিট কেনার ওয়েবসাইট হলোঃ এইচ টিটিপ : // টিকিটস. পেইচিং২০০৮ . সিএন । ওলিম্পিক গেমসের টিকিট বিক্রি সংক্রান্ত হোট লাইনের ফোং নম্বর হলো ০১০-৯৫২০০৮ ।

    এ ছাড়া চীনের হংকং ও ম্যাকাও অঞ্চলের নাগরিকরা হংকংয়ের ওলিম্পিক কমিটি ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের ক্রীড়া ব্যুরোর কাছ থেকে টিকিট কিনতে পারেন , তাইওয়ানের নাগরিকরা চীনের তাইপেই ওলিম্পিক কমিটির কাছ থেকে টিকিট কিনতে পারেন।

    পেইচিং ওলিম্পিক গেমসের টিকিট বিক্রির তিনটি পর্যায় আছে । এখন থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত হলো প্রথম পর্যায় । ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত নাগরিকরা টিকিট বুকিং দিতে পারবেন । আগামী জুলাই ও আগষ্ট মাসে সাংগঠনিক কমিটি নাগরিকদের বুকিং পরিসংখ্যান করবে । এই দুই মাসে পেইচিং ওলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সব টিকিট ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে ।

    ২০০৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় হল টিকিট বিক্রির দ্বিতীয় পর্যায় । এ পর্যায়ে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বাকী ৫০ শতাংশ টিকিট ও প্রথম পর্যায়ের বাকী টিকিট বিক্রি হবে ।

    ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ওলিম্পিক গেমসের সমাপ্তি পর্যন্ত টিকিট বিক্রির তৃতীয় পর্যায় । এ পর্যায়ে বিভিন্ন স্টেডিয়ামের বাকী টিকিট বিক্রি হবে ।

    পেইচিং ওলিম্পিক গেমসের টিকিট কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তি রোন চুন বলেছেন , নাগরিকরা প্রথম ও দ্বিতীয় পর্যায়ে টিকিট কিনতে পারলে নিজের পছন্দের প্রতিযোগিতার টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি হবে । কাজেই প্রতিযোগিতার আগে টিকিট কেনার অভ্যাস পরিবর্তন করতে হবে এবং আগে আগে টিকিট কিনতে হবে ।

    সম্ভাব্য নকল টিকিট প্রতিরোধের জন্য পেইচিং ওলিম্পিক কমিটি কঠোর ব্যবস্থা নেবে । নাগরিকরা যেন কোনো লোকের হাত থেকে টিকিট না কিনেন বরং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির টিকিট কেন্দ্র থেকে টিকিট কিনবেন । সাংগঠনিক কমিটির টিকিট কেন্দ্রের প্রধান রোন চুন বলেছেন , ওলিম্পিক গেমসের টিকিট তৈরীর প্রক্রিয়ায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে । কিন্তু আমরা নকল টিকিট একেবারে রোধের গ্যারান্টি এখন দিতে পারি না । তাই নাগরিকদের ওলিম্পিক গেমসের টিকিট কেন্দ্র থেকে টিকিট কিনতে হবে ।

    কিশোর-কিশোরীদের মধ্যে ওলিম্পিক গেমস প্রচারের জন্য পেইচিং ওলিম্পিক কমিটি কিশোর-কিশোরীদের বিশেষ টিকিট দেয়ার ব্যবস্থা নেবে । যারা পেইচিং ওলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ও প্রতিযোগিতা দেখতে আগ্রহী , তারা এখনই টিকিট কেনার চেষ্টা শুরু করুন ।