চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন ১৫ এপ্রিল তিউনিসিয়া শহরে তিউনিসিয়ার সিনেটের স্পীকার আব্দাল্লাহ কাল্লেলের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে মত বিনিময় করে ব্যাপক মতৈক্যের কথা প্রকাশ করেছেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে চিয়া ছিংলিন জোর দিয়ে বলেছেন, চীন দু'দেশের সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। চীন দু'দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি ও দু'দেশের ঐতিহ্যিক মৈত্রী জোরদার ও সুসংবদ্ধ করতে ইচ্ছুক। চীন আশা করে, দু'দেশ দ্বিপক্ষীয় এবং চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের কাঠামোয় সহযোগিতা জোরদার করবে। যাতে আর্থ-বাণিজ্যের দীর্ঘকালীন, স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
কাল্লেল বলেছেন, তিউনিসিয়া অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তার জন্যে চীনকে ধন্যবাদ জানিয়েছে। তিউনিসিয়া আর্থ-বাণিজ্যিক, বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন প্রত্যাশা করে। যাতে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা যায়।
|