১৫ এপ্রিল সৌদী আরবের বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, সুদান ইতোমধ্যেই জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের সঙ্গে দারফুর এলাকায় নিয়োজিত বহু-জাতিক শান্তি-রক্ষী বাহিনীর দায়িত্ব বন্টন সমস্যা নিয়ে একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছে।
খবরে জানা গেছে, সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ আল-বাশির সৌদী আরবের রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের সঙ্গে টেলিফোনে বলেছেন, সুদান সরকার ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে স্পষ্টভাবেই দারফুর এলাকায় জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের দায়িত্ব ও ভূমিকা নির্ধারিত হয়েছে। খবরে আব্দুলাহের কথা বরাত দিয়ে বলা হয়েছে যে, চুক্তি সুদানের ঐক্য, নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তির জন্যে অনুকূল হবে। কিন্তু এই খবরে চুক্তির অন্যান্য খুটিনাটি নিয়ে কিছু বলা হয়নি।
|