v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-16 16:14:36    
বিদেশে অধ্যয়রত চীনা ছাত্রছাত্রীদের পরিসেবার জন্য চীনের প্রথম অর্থ সংগ্রহ তহবিল প্রতিষ্ঠিত হয়েছে

cri
**বিদেশে অধ্যয়রত চীনা ছাত্রছাত্রীদের পরিসেবার জন্য চীনের প্রথম অর্থ সংগ্রহ তহবিল প্রতিষ্ঠিত হয়েছে

    বিদেশে লেখাপড়াকারী চীনা ব্যক্তিদের স্বদেশে ফিরে এসে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিসেবা দেয়ার উদ্দেশ্যে চীনের প্রথম জাতীয় সংগ্রহ তহবিল --- বিদেশে চীনের লেখাপড়াকারী মেধাবীজনশক্তি উন্নয়ন তহবিল ৯ এপ্রিল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

 ইউরোপ ও আমেরিকান ছাত্রছাত্রী সমিতি ও বিদেশে চীনের ছাত্রছাত্রী সম্মিলনীর যৌথ উদ্যোগে গঠিত এই তহবিল দেশি-বিদেশি সকল জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে । যাতে বিদেশে লেখাপড়াকারী চীনা ছাত্রছাত্রীদের স্বদেশে ফিরে এসে নিজেদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা প্রদান করা যায়। তা ছাড়াও এ তহবিল পশ্চিম চীনের মহাউন্নয়ন ও নতুন গ্রাম নির্মাণসহ নানা ক্ষেত্রের উন্নয়নের জন্য যে সহায়তা দরকার, সেই সব ক্ষেত্রে বিদেশে অধ্যায়ত চীনা ছাত্রছাত্রীদের উত্সাহ দেবে। চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর মেধাবীজনশক্তি আকর্ষণের জন্য চীন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চীনের জরুরী প্রয়োজনীয় মেধাবীজনশক্তি উন্নয়নের প্রশিক্ষণ দেবে।

 পরিসংখ্যান অনুযায়ি, গত বছর পর্যন্ত বিদেশে স্নাতোকোত্তর চীনা ছাত্রছাত্রীদের মধ্যে ২ লাখ ৭৫ হাজার ছাত্রছাত্রী চীনে ফিরে এসেছেন। অর্থের অভাব জনিত সমস্যা সবসময়ই এসব ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা ছিল।

**কনফুসিযাস ইনস্টিটিউটের সদর দপ্তর পেইচিংয়ে প্রতিষ্ঠিত

    কনফুসিয়াস ইনস্টিটিউটের  সদর দপ্তর  ৮ এপ্রিল পেইচিংয়ে আনুষ্ঠিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে । এই সদর দপ্তর তার অধীনস্থএকশটিরও বেশি হান ভাষা ইনস্টিটিউটের শিক্ষার মানদন্ড ও শিক্ষার মান উন্নত করবে । যাতে বিদেশে চীনা ভাষার শিক্ষার্থীদেরজন্য আরও  উন্নতমানের  পরিসেবা যোগানো যায় । 

 চীন ও বিভিন্নদেশের বিনিময়  দিনদিন  সম্প্রসারিত হওয়ার পাশাপাশি বিদেশের  হান ভাষা শেখানোর চাহিদাও দ্রুত বেড়ে যাচ্ছে ।  ২০০৪ সালে  চীন বিদেশে  হানভাষা শেখানোর সংস্থা-- কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ শুরু করেছে । এ পর্যন্ত পঞ্চাশটিরও বেশি দেশ ও অঞ্চলে মোট ১৪০টি কনফুসিয়াস ইনস্টিটিউট  চালু হয়েছে ।