v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-16 15:51:34    
চীন শহরাঞ্চলের যুবকযুবতীদের শিক্ষা গ্রহণ  সমস্যার উপর গুরুত্ব দেয়

cri
    চীন প্রচেষ্টা চালিয়ে জনগণের সাংস্কৃতিক শিক্ষাগত মান উন্নত করছে। তবে উন্নয়নের প্রক্রিয়ায় একটি বিষয় ধাপে ধাপে গুরুত্ব পাচ্ছে। বিষয়টি হচ্ছে চীনের শহরাঞ্চলের (বিশেষ করে চীনের মহানগরে) ছাত্রছাত্রীরা শিক্ষার ক্ষেত্রে বহু চাপের সম্মুখীন হচ্ছে। স্কুলের স্বাভাবিক কোর্স ছাড়া চীনের অনেক পিতা ও মাতা নিজেদের ছেলেমেয়েদেরকে বহু প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়ার অনুরোধ করেন। আজকের শিক্ষার আলো অনুষ্ঠানে পেইচিংয়ের এক সাধারণ পরিবারের সাত বছর বয়সী মেয়ে চুনচুনের গল্প আপনাদের শোনাবো।

    এক সপ্তাহের ছুটিতে চুনচুন সকাল থেকে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র , এরহু নামক চীনের বেহালা বাজাচ্ছে। চুনচুন প্রাথমিক স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাবা একজন ট্যাকসি-চালক,তার মা শপিং মলে বিক্রেতার কাজ করেন। তার দাদা,দাদী অবসর-প্রাপ্ত। ছুটিতে চুনচুন তার দাদা,দাদীর বাড়িতে থাকে। সে বলেছে, আমার ছুটি নেই। ক্লাসের বাইরে প্রায় বিশ্রাম নেই। কারণ ছুটিতে সে দাদার সঙ্গে শিখার জন্যে শিক্ষকের বাড়িতে যায়।

    চুনচুনের দাদা বলেছেন, প্রথম দিকে শিক্ষক চুনচুনকে বাধ্যতামূলকভাবে এরহু বাজানো শিখাতেন। তারপর আমরা মনে করি যে, এটি তার মেধা উন্নয়নের জন্য সহায়ক। কেন না, তাকে বেশি গানের স্কোর মুখস্ত করতে হয়। বর্তমানে তার ভালো স্মৃতিশক্তি রয়েছে।

    চুনচুনের দাদার কথা অনুযায়ী, গান শিক্ষা শিশুর মেধা উন্নয়নে সাহায্য করতে পারে। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ নয়। চীনের বেশি পিতা ও মাতারা মনে করেন, নিজেদের ছেলেমেয়ের অন্য ছেলেমেয়ের তুলনায় বেশি যোগ্য করে তুলতে পারলে তারা ভালো মাধ্যমিক স্কুল এমনকি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এর উপর তাঁরা খুব গুরুত্ব দেন।

    তবে এই প্রক্রিয়ায় চুনচুন খুব ব্যস্ত ও ক্লান্ত ।

    আমি খুবই ক্লান্ত। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ক্লাসে বিশ্রাম নেই না। শনিবার ও রবিবার ক্লাসের বাইরেও আমি সংগীত শিখি।

    চীনের শহরাঞ্চলে চুনচুনের মত ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। পরিসংখ্যান সূত্রে জানা গেছে, শহরাঞ্চলের ছেলেমেয়েদের মধ্যে অর্ধেক বাদ্যযন্ত্র বাজানো শিখে। ছুটিতে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে যোগ দেয়। এমনকি তাদের মধ্যে কিছু ছেলেমেয়ে তিনটি প্রশিক্ষণের কোর্সে অংশ নেয়। পিতা ও মাতারা ছেলেমেয়েদের ক্লান্ত করে তুলেন। তবে তাঁরা নিজেরাও বিব্রত অবস্থায় রয়েছেন।

    চুনচুনের দাদা আমাদের সংবাদদাতাকে বলেছেন, যদিও পেইচিংয়ে শিক্ষার সম্পদের-অভাব নেই। তবুও প্রত্যেক পরিবার নিজের ছেলেমেয়েকে উচ্চ মানের স্কুলে ভর্তি করার আশা প্রকাশ করে। সুতরাং পিতা ও মাতারা অনিচ্ছা সত্ত্বেও ছেলেমেয়েকে একে পর এক প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়ার পরামর্শ দিচ্ছেন।

চীনের যুবকযুবতী গবেষণা পরিষদের উপপরিচালক সুন ইয়ুন সিয়াও বলেছেন, 

    চীনের পিতা ও মাতাদের এই প্রত্যাশার যথাযথ ও ইতিবাচক দিক রয়েছে। তবে তাঁরা বাধ্যতামূলক উপায় নিচ্ছেন। বর্তমানে ছাত্রছাত্রীরা উচ্চ মানের স্কুল ভর্তি হওয়া ,ভালো চাকরি পাওয়ার চাপের সম্মুখীন হচ্ছে। পিতা ও মাতাদের এই উপায় বোধগম্য।

    চুনচুনের ক্লান্তি তাঁকে ভালো স্কুলে ভর্তি করার নিশ্চয়তা দেয় নি। প্রশিক্ষণ কোর্স শিখা ছাড়া, চুনচুনকে পেইচিংয়ের একটি ভাল প্রাথমিক স্কুলে ভর্তি করার জন্য তার বাবা মাকে বেশি টাকা দেয়া দরকার। কারণ সাম্প্রতিক বছরগুলোতে পেইচিংয়ে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের পর্যায়ের ছাত্রছাত্রীদের বাড়ির কাছাকাছি শিক্ষা গ্রহণের ব্যবস্থা চালু হয়েছে। তবে বেশির ভাগ পিতা ও মাতার আশা, তাদের ছেলেমেয়ে আরো ভালো স্কুলে শিক্ষা গ্রহণ করুক। এর জন্য বেশি টাকা দেয়া প্রয়োজন। বর্তমানে পেইচিংয়ে এটি খুব সাধারণ ব্যাপার।

    এর জন্য চীনের সর্বোচ্চ আইন সংস্থা ---চীনের জাতীয় গণ কংগ্রেস "বাধ্যতামূলক শিক্ষা আইনের" সংশোধন করেছে। শিক্ষার সম্পদ যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে ন্যায্য শিক্ষা গ্রহণ বাস্তবায়ন করা হবে। চীনের শিক্ষা মন্ত্রী চৌ জি আমাদের সংবাদদাতাকে বলেছেন, এতে ভালো স্কুলে ভর্তি করার জন্য বেশি টাকা দেয়ার ব্যবস্থা নিষিদ্ধ করা হবে।