১৫ এপ্রিল থেকে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮--এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার টিকিট বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে বিক্রি করা হচ্ছে। জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসের টিকিট সংখ্যা ৭০ লাখেরও বেশী হবে। ৭৫ শতাংশ চীনের অভ্যন্তরে বিক্রি করা হবে এবং ২৫ শতাংশ দেশের বাইরে বিক্রি করা হবে। পেইচিং অলিম্পিক্ম সাংগঠনিক কমিশনের টিকিট বিষয়ক কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, সবচেয়ে নির্ভরযোগ্য টিকিট কেনার উপায় হল পেইচিং অলিম্পিক্ম সাংগঠনিক কমিশনের টিকিট বিষয়ক ওয়েব সাইটে প্রবেশ করা। বিদেশে বসবাসরত চীনা প্রবাসী সহ অন্যান্য বিদেশী টিকিট কিনতে চাইলে তাদেরকে বসবাসরত দেশ আর অঞ্চলের অলিম্পিক কমিশনের কাছে আবেদন করতে হবে।
গত নভেম্বর পেইচিং অলিম্পিক কমিশন জনসাধারণের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ টিকিটের দাম প্রকাশ করেছে। জানা গেছে, ৫৮ শতাংশ টিকিটের দাম একশো ইয়েন রেন মিন পির নিচে । ছাত্র-ছাত্রীদের জন্য কিছু পরিমাণের টিকিটের দাম দশ ইয়েন রেন মিন পির নিচে ।
|