১০১তম চীন আমদানি-রফতানি পণ্যদ্রব্য মেলা ১৫ এপ্রিল দক্ষিণ চীনের গুয়াংযো শহরে শুরু হয়েছে। এ মেলা চীনের সবচেয়ে বড় আকারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চীনের আমদানি-রফতানি বাণিজ্যের ভারসাম্যপূর্ণ বিকাশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবারের মেলা থেকে চীন সরকার এই মেলার নাম চীনের আমদানি-রফতানি পণ্যদ্রব্য বিনিময় মেলাকে বলে পরিবর্তন করেছে। এবারের মেলায় বিশেষভাবে আমদানি মেলা এলাকা স্থাপন করা হয়েছে। ৩৬টি দেশ ও অঞ্চলের ৩১৪টি শিল্প-প্রতিষ্ঠান এই মেলার আমদানি প্রদর্শনীতে অংশ নিয়েছে। কমপক্ষে চীনের অভ্যন্তরের ছ হাজার ক্রেতা ব্যবসায়ী মেলায় উপস্থিত ছিলেন।
চীনের উপ বাণিজ্য মন্ত্রী গাও হু ছেন আমদানি প্রদর্শনী এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, আরও বেশী বিদেশী শিল্প-প্রতিষ্ঠান চীনের বাজারে প্রবেশ করার জন্য গুয়াংযো আমদানি-রফতানি পণ্যদ্রব্য মেলার ভূমিকা উল্লেখযোগ্য।
|