আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটি ১৪ এপ্রিল ওয়াশিংটনে মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজনের পর প্রকাশিত ইস্তাহারে বলেছে, অভিজ্ঞতা অনুযায়ী, সদস্যদের মধ্যে আলোচনা ও বহুমুখি সহযোগিতা বিশ্বজুড়ে সমস্যা সমাধানের জন্য সহায়ক।
ইস্তাহারে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর প্রতি দোহা দফা আলোচনায় ফলাফল অর্জনে চেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে। ইস্তাহারে বাণিজ্যিক বাধা কমানো ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা জোরদার করার মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য আবার জোরাল করা হয়েছে।
চীনের গণ ব্যাংকের উপ-পরিচালক হু শিও লিয়েন এবারের মন্ত্রী সম্মেলনে বিশ্বের অর্থনীতি ও আর্থিক পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার ভারসাম্য, স্থিতিশীল ও টেকসই উন্নয়নের ভিত্তিতে সুষ্ঠুভাবে চীনের অর্থনীতি উন্নয়ন করছে। যা সারা বিশ্বের অর্থনীতি ভারসাম্যহীন অবস্থা উন্নত করতে সহায়ক হবে।
|