বিশ্ব ব্যাংকের মধ্য, পূর্ব ও উত্তর আফ্রিকার প্রতিনিধি কার্যালয় ১৪ এপ্রিল এসব অঞ্চলের অর্থনীতি উন্নয়নের উপর একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে মধ্য, পূর্ব ও উত্তর আফ্রিকান দেশগুলোর প্রতি অবকাঠামোগত সংস্কার গভীরতর করে অর্থনীতি উন্নয়ন ও কর্মসংস্থান কমানোর প্রবণতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, তেলের দাম বৃদ্ধি, ইউরোপের অর্থনীতি পুনরায়ন এবং সঠিক অর্থনৈতিক সংস্কারের কারণে মধ্য, পূর্ব ও উত্তর আফ্রিকান অঞ্চলের অর্থনীতি ৪ বছরের মধ্যে প্রবল উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। ২০০৬ সালে অর্থনীতির প্রবৃদ্ধি হার ছিল ৬.৩ শতাংশ। কিন্তু বিংশ শতাব্দীর নববইয়ের দশকের গড়পড়তা প্রবৃদ্ধি হার ৩.৬ শতাংশ ছিল। সঙ্গে সঙ্গে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে বেশ কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
বিশ্ব ব্যাংকের মধ্য, পূর্ব ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রতিনিধি বলেছেন, যদিও এ অঞ্চলের বাণিজ্য, অর্থনীতি ও ব্যবস্থাপনা ক্ষেত্রের সংস্কার কিছু ফলাফল পাওয়া গেছে, তবুও ভারসাম্য উন্নয়ন বাস্তবায়নের জন্য আরো গভীর সংস্কার করা দরকার।
|