চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ১৫ এপ্রিল জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দু'পক্ষ দারফুর সমস্যা সমাধান করা এবং কসোভোর ভবিষ্যত নিয়ে মত বিনিময় করেছে।
লি চাও শিং বলেছেন, দারফুর সমস্যা এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত "দুই পক্ষীয় কৌশল" সমানে এগিয়ে নিয়ে যাওয়া, দারফুর অঞ্চলের রাজনৈতিক প্রক্রিয়া ও শান্তি রক্ষী তত্পরতার প্রতি সমান গুরুত্ব দেয়া এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দারফুর সমস্যা সমাধান করা।
বান কি মুন দারফুর সমস্যায় চীনের গঠনমুলক ভূমিকা প্রশংসা করেছেন। তিনি চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের দক্ষিণ কোরিয়া ও জাপান সফর সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
|