ইতালির মিলানো শহরের লোমবারদি অঞ্চলের চেয়ারম্যান রোবার্টো ফুর্মিগোনি ১৪ এপ্রিল চীনের সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , ১২ এপ্রিল মিলানো শহরের প্রবাসীচীনা অধুষিত অঞ্চলে সংঘটিত ইতালির পুলিশ ও প্রবাসীচীনাদের সংঘর্ষ দুটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্ষতি করবে না ।
তিনি আরো বলেছেন , ইতালি ও চীনের প্রাচীন সভ্যতা আছে । বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশ সহযোগিতা বাড়াতে পারে । সংলাপের মাধ্যমে ১২ এপ্রিল সংঘটিত অপ্রীতিমূলক সংঘর্ষ নিষ্পত্তি করা উচিত। এখন লোমবার্দি আঞ্চলিক সরকার , মিলানো পৌর সরকার ও চীনের সংশ্লিষ্ট পক্ষ এ সংঘর্ষ নিষ্পত্তির চেষ্টা করছে ।
ইতালিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তুং চিং ই ১৪ এপ্রিল ইতালির সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , চীন বিশ্বাস করে ইতালি এ সমস্যার উপযুক্ত নিষ্পত্তি করতে পারবে । এ ধরনের অপ্রীতিমূলক ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় । চীন আশা করে ইতালীয় সরকার প্রবাসীচীনাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার ব্যবস্থা নেবে ।
|