কিছু দিন আগে পশ্চিম চীনের সিছান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে আই-এস-ও ৯০০১ আন্তর্জাতিক গুনগতমান তত্ত্বাবধান ব্যবস্থার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । এ কেন্দ্রের প্রধান লি সান ফু ১৪ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , এ কেন্দ্রের পরিচালনা ব্যবস্থা উন্নত আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ । উপগ্রহ উত্ক্ষেপন ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে সি ছান কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য ক্রমেই বাড়ছে ।
সি ছান উপগ্রহ উত্ক্ষেপন কেন্দ্র হলো চীনের প্রথম উন্মুক্ত উপগ্রহ ইত্ক্ষেপন কেন্দ্র । উপগ্রহ উত্ক্ষেপনের গুনগতমান উন্নত করার ক্ষেত্রে এ কেন্দ্রের অনেক অভিজ্ঞতা আছে । পরিকল্পনা অনুযায়ী , ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচ বছরে এ কেন্দ্র থেকে দেশবিদেশের মোট ত্রিশাধিক উপগ্রহ উত্ক্ষেপন করা হবে । এটা গত ৩০ বছরে এ কেন্দ্র থেকে উপক্ষেপন করা উপগ্রহের মোট সংখ্যার সমান ।
|